রাতের আঁধারে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে উধাও হয়ে যাচ্ছে ম্যানহোলের ঢাকনা। প্রধান সড়ক থেকে শুরু করে অলি-গলিতেও ঘটছে এ ধরনের চুরি।

এতে প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকিতে থাকছেন পথচারী ও যানবাহন চালকরা। স্থানীয়দের অভিযোগ-এই বিষয়ে সিটি করপোরেশনের কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।

সম্প্রতি এমনই একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, এক যুবক রাতের অন্ধকারে একটি ম্যানহোলের ঢাকনা খুলে নেওয়ার চেষ্টা করছেন। ভিডিওটি রাজধানীর শ্যামপুর এলাকার বলে দাবি করেছেন অনেকে।

ভিডিও ফুটেজে দেখা যায়, যুবকটি নীল ফুলস্লিভ পোলো শার্ট, অ্যাশ রঙের জিনস প্যান্ট ও জুতা পরিহিত। তিনি বারবার ঢাকনাটি তুলতে চেষ্টা করেন, এমনকি লাথিও মারেন। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান, তবে পুনরায় চেষ্টা চালিয়ে যান।

এ সময় কেউ একজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। দেখা যায়, ছেলেটি বারবার চারপাশে তাকিয়ে নিশ্চিত হতে চান কেউ তাকে দেখছে কি না। পরে ভিডিওগ্রাহক হঠাৎ চিৎকার করে বলেন, চোর! চোর! এ কথা শুনে যুবকটি ঢাকনাটি ফেলে দ্রুত স্থান ত্যাগ করেন।

এর আগে রাজধানীতে একটি সিএনজি অটোরিকশা ব্যবহার করে ম্যানহোলের ঢাকনা চুরির আরেকটি ভিডিও ভাইরাল হয়েছিল। নাগরিকরা বলছেন, এসব ঘটনায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও ব্যবস্থা এখনো দৃশ্যমান নয়।