ঈদের দিন পশু কোরবানি ও মাংস কাটাকাটি করতে গিয়ে আহত শতাধিক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে একজনকে ভর্তি রাখা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শনিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ সুত্রে জানানো হয়, হাত-পায়ে কাটা ও ক্ষতসহ পশু কোরবানি ও মাংস কাটার সময় বিভিন্নভাবে আহত লোকজন চিকিৎসা নিতে এসেছেন।