গত ১৪ অক্টোবর ঢাকার মিরপুরে একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন শ্রমিক ও কর্মজীবী মানুষের মর্মান্তিক মৃত্যু এবং বহু মানুষের আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করছে।

গতকাল বুধবার দেয়া যৌথ বিবৃতিতে ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান এবং সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান বলেন, এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে শ্রমজীবী মানুষের প্রাণহানির ঘটনা আমাদের সকলকে গভীরভাবে ব্যথিত করেছে। অগ্নিকাণ্ডে প্রাণ হারানো সকলের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আহতদের দ্রুত সুস্থতা দান করেন। শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই কঠিন দুঃসময়ে ধৈর্য ধারনের তাওফীক দান করেন।

নেতৃবৃন্দ বলেন, এই অগ্নিকাণ্ড নিছক কোনো দুর্ঘটনা নয়; বরং এটি শ্রমিকদের নিরাপত্তা ও জীবনের প্রতি দীর্ঘদিনের চরম অবহেলার বহিঃপ্রকাশ। নিয়মিত তদারকি, সঠিক অনুমোদন এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকলে এ ধরনের প্রাণঘাতী ঘটনা প্রতিরোধ করা সম্ভব হতো। এটি মূলত রাষ্ট্রের চরম অব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বহীনতা ও আইন প্রয়োগে শৈথিল্যের জ্বলন্ত প্রমাণ।

নেতৃবৃন্দ আরও বলেন, একাধিকবার প্রশাসনের চোখের সামনে এমন দুর্ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তির নজির দেখা যায়নি। ফলে ভবিষ্যতের জন্য কোনো সতর্কবার্তাও তৈরি হচ্ছে না। নেতৃদ্বয় সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবৈধ রাসায়নিক গুদাম ও ঝুঁকিপূর্ণ কারখানাগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে লাইসেন্স ও নিরাপত্তা যাচাই সহ শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে শ্রম আইন বাস্তবায়নে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ ঘটনার সঙ্গে দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবহেলা দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে, নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ, পুনর্বাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।