ক্ষমতায় গেলে নারীদের জন্য একটি নিরাপদ ও অংশগ্রহণমূলক সমাজ প্রতিষ্ঠায় পরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
গতকাল সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টে এ প্রত্যাশার কথা জানান তিনি। তিনি বলেন, সামনের বাংলাদেশকে একটি সম্ভাবনাময়, মানবিক ও কল্যাণরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে গেলে আমাদের মা-বোনদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করবে, ইনশাআল্লাহ। এমন একটি বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমাদের মাÑবোনদের স্বপ্ন, পরিকল্পনা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে জানতে আমি সম্প্রতি অংশ গ্রহণ করেছি “উদ্ভাসিত নারী” শীর্ষক এক মতবিনিময় সভায়। সেখানে এসব বিষয়ে সরাসরি জানার পাশাপাশি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আমার চিন্তা ও পরিকল্পনাসমূহ আরও শাণিত করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ।
তিনি বলেন, আল্লাহ তায়ালার ইচ্ছায় এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে আমাদের নারীদের জন্য একটি নিরাপদ ও অংশগ্রহণমূলক সমাজ প্রতিষ্ঠায় এই বিস্তারিত পরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা করা হবে, ইনশাআল্লাহ।
যারা এই সুন্দর আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়নে ভূমিকা রেখেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সামনের দিনগুলোতে আমাদের মধ্যে এমন আরও অর্থবহ যোগাযোগের সুযোগ সৃষ্টি হবে, ইনশাআল্লাহ।