বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামী ইতিপূর্বেও সকল গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং সংসদে প্রতিনিধিত্ব করেছে। আগামী নির্বাচনেও এর ব্যতিক্রম নয়। কিন্তু এবারের নির্বাচন নানান কারনে অতীব গুরুত্বপূর্ণ। তিনি প্রশিক্ষণের গুরুত্ব বুঝাতে গিয়ে বলেন, সকল জায়গায় মূল ব্যক্তি হলেন লিডার। একজন লিডারের কাজ হলো সকল দায়িত্ব সুন্দরভাবে অধীনস্তদের মধ্যে ভাগ করে দেয়া, ফিডব্যাক নেয়া, কাজের তদারকি করা এবং সরাসরি সফর করা।
গতকাল শনিবার জামায়াতে ইসলামীর সিলেট অঞ্চল, খুলনা ও বাগেরহাট জেলার আসন প্রার্থী, আসন পরিচালক ও আসন সদস্য সচিবদের নিয়ে ২ দিনব্যাপী লিডারশীপ ট্রেনিংয়ের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রার্থীকে নিজ আসনের সার্বিক খোঁজ-খবর সঠিকভাবে নজরে রাখতে হবে এবং সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অল্প সময়ে অধিক কাজ করার চেষ্টা করতে হবে, এলাকার লোকজনের অসুবিধায় পাশে দাঁড়াতে হবে। এটি একজন লিডারের গুরুত্বপূর্ণ কাজ।
সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, ট্রেনিংয়ে প্রদত্ত্ব নোট ফলো করে নিজের মত সাজিয়ে ময়দানে বাস্তবায়ন করতে হবে। প্রশিক্ষণের গুরুত্ব বুঝার চেষ্টা করতে হবে এবং ইলেকশন প্রক্রিয়ার সাথে যুক্ত সকল দায়িত্বশীলদেরকে প্রশিক্ষণের আওতায় আনতে হবে।
প্রশিক্ষণ প্রোগ্রামে আরোও উপস্থিত ছিলেন আবদুস সাদেক ভূইয়া, মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি।