জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত চলমান সাংগঠনিক পক্ষ উপলক্ষে নারায়নগঞ্জ মহানগরীর কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ আসর মহানগর জামায়াতের কার্যালয়ে জামায়াতের কেন্দ্র ঘোষিত চলমান সাংগঠনিক পক্ষ উপলক্ষে মহানগরীর কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক সাইফুল আলম খান মিলন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ।
মহানগর আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় উক্ত বৈঠকে মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্যদের সাংগঠনিক ও ব্যক্তিগত খোঁজ খবর নেন সাইফুল আলম খান মিলন।
প্রধান অতিথির বক্তৃতায় সাইফুল আলম খান মিলন বলেন, নিজেদের জাগতিক দক্ষতা বৃদ্ধির সাথে সাথে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। আমাদের বেশী বেশী দোয়া করতে হবে। আল্লাহর সাহায্য ছাড়া দেশ ও জাতির মুক্তি হবেনা। আগামী নির্বাচনে দেশ প্রেমিক সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জনগনের ভাষা বুঝে তাদের সুখ দুখে পাশে থাকতে হবে। তিনি আরো বলেন, আমাদের জ্ঞান-অর্জন বাড়াতে হবে, ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদতে মনযোগী হতে হবে। বৈঠকে নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুমসহ মহানগরীর সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন এবং কর্মপরিষদ সদস্য ও মহানগরী টিম সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।