রাজধানীর বসিলা হাই স্কুলের শিক্ষকবৃন্দের সঙ্গে গতকাল সোমবার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঢাকা-১৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামানসহ শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময়ের সভায় মোবারক হোসাইন বলেন, আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা গড়তে চাই, যেখানে শিক্ষার সঙ্গে নৈতিকতার সমন্বয় ঘটবে। কারণ জ্ঞান ও চরিত্র একসাথে না থাকলে প্রকৃত মানুষ তৈরি হয় না। শিক্ষক সমাজই জাতি গঠনের কারিগর, তাই তাদের মর্যাদা ও স্বীকৃতি রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা পশ্চিম জামায়াতের আমীর মোঃ মাসুদুজ্জামান, ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালক মোঃ শফিউর রহমান, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ রুহুল আমীন, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলী আহমেদ মজুমদারসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

মোঃ মোবারক হোসাইন বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য শুধু সার্টিফিকেট অর্জন নয়, বরং নৈতিক, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক তৈরি করা। এজন্য শিক্ষকদের ভূমিকা অপরিসীম।

শেষে মোবারক হোসাইন বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষক সমাজের কল্যাণ এবং শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।