রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অসংখ্য হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।
গতকাল সোমবার বিকালে এক শোক বার্তায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ শোক প্রকাশ করেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় রাষ্ট্রপতি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শোক বার্তায় ড. ইউনূস বলেন, রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বার্তায় প্রধান উপদেষ্টা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেন। সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে বলে বার্তায় উল্লেখ করা হয়।
শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শোক জানিয়েছেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু ও মহাসচিব আবু ইউসুফ সেলিম, ফেডারেল জার্নালিজম সোসাইটির সভাপতি ফেরদৌস মামুন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শিশির ও সাংগঠনিক সম্পাদক সুমন প্রামাণিক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মে. উষাতন তালুকদার, ড, নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও, মনীন্দ্র কুমার নাথ, বাংলাদেশ বেসামরিক চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মোস্তফা মাহমুদ সিদ্দিক, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও দলীয় মুখপাত্র ও সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এর সমন্বয়ক কমরেড মাসুদ রানা, খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফিজ জাকির বিল্লাহ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম।
এছাড়া শোক প্রকাশ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতাদের মধ্যে নাগরিক ঐক্যেল সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিল সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংষ্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এড হাসনাত কাইয়ুম, জেএসডি সাধারণ সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ড্যাব এর নেতা অধ্যাপক ডা, হারুণ আল রশীদ, ডা. মো: আবদুস সালাম, ঢাবি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
উত্তরায় বিমান দুর্ঘটনায় জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের সমবেদনা ও শোক
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় সমবেদনা জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে সংস্থাটি আজ মঙ্গলবার অন্তর্বর্তী সরকার ঘোষিত একদিনের রাষ্ট্রীয় শোক পালনে যোগদানের কথা জানিয়েছে। এদিকে রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন -ইইউ। সোমবার ( ২১ জুলাই) থেকে এক বার্তায় সমবেদনা প্রকাশ করা হয়।
গতকাল সোমবার জাতিসংঘের বাংলাদেশ মিশন এবং ইইউ বাংলাদেশে প্রতিনিধি দলের অফিস পৃথক পৃথক বার্তায় এ সমবেদনা ও শোক প্রকাশ করেছে। বার্তায় উল্লেখ করা হয়, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের বাংলাদেশ মিশন আন্তরিক সমবেদনা প্রকাশ করছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা দুঃখের সঙ্গে স্বীকার করছি যে, বহু শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যু এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। জাতিসংঘ নিহতদের পরিবার এবং বন্ধুদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। এ দুঃখজনক দিনে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে। জাতিসংঘ মর্মান্তিক জরুরি অবস্থার প্রতিক্রিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানাচ্ছে।
বিমান বিধ্বস্তের ঘটনায় ইইউ’র শোক বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশে অবস্থিত ইইউ প্রতিনিধিদল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় নিহতদের, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সকলের সাথে রয়েছে। প্রসঙ্গত, উত্তরায় বিমান দুর্ঘটনায় ১৯ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৬৪ জন।