মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজের (চুমকি) স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গতকাল রোববার এ আদেশ দেন। দুদকের তথ্য অনুযায়ী, মেহের আফরোজের বনানীর ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এর বাইরে তাঁর পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ২৭ লাখ ৩১ হাজার ৩৫৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মেহের আফরোজের বিরুদ্ধে গত ২১ জানুয়ারি মামলা করে দুদক।
পুলিশের ডিআইজি মোল্যা নজরুল ইসলামের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গতকাল এ আদেশ দেন। দুদকের তথ্য অনুযায়ী, মোল্যা নজরুলের রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের ১৬ কাঠা জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুদক বলছে, এ সম্পদের মূল্য ১ কোটি ৬৪ লাখ ৩০ হাজার ৫৪০ টাকা। এর বাইরে তাঁর একটি শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে ৯৪ লাখ ১ হাজার ৮০৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২৬ ফেব্রুয়ারি মামলা করে দুদক।
সাবেক এসপির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা : সাবেক এসপি সুভাষ চন্দ্র সাহার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গতকাল এ আদেশ দেন।
দুদক আদালতকে বলেছে, ৫৭ লাখ ৯১ হাজার ৯৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০২৩ সালের ৪ ডিসেম্বর মামলা করে দুদক।
স্ত্রীসহ সাইফুজ্জামান শিখরের দেশত্যাগে নিষেধাজ্ঞা : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী মিসেস সীমা রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল রোববার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
এদিন দুদকের উপসহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা জাকির হোসেন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাওয়া হয়। এর আগে গত বছরের ১৫ অক্টোবর দুদকের আবেদনে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এদিকে বিসিএসের প্রশ্নফাঁস কা-ে আলোচিত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী ওরফে জীবনের স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছেন একই আদালত। দুদকের উপসহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা জাকির হোসেন মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
সাইফুজ্জামান শিখর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব ছিলেন। ২০১৮ সালে নির্বাচনে তিনি মাগুরা-১ আসনের এমপি হন। তার বাবা মোহাম্মদ আসাদুজ্জামান মাগুরা-১ আসনের সংসদ সদস্য ছিলেন।