আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) জন্য নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) প্রশিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে। নির্বাচন কমিশন সচিবালয়ের পাঠানো চিঠির প্রেক্ষিতে ইউএনওদের এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য অনুমতি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নুসরাত আজমেরী হকের সই করা চিঠি নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়।
চিঠিতে জানানো হয়, আগামী ২০ অক্টোবর থেকে প্রশিক্ষণ শুরু করা হবে। যা চলবে আগামী ১১ নবেম্বর (সম্ভাব্য) পর্যন্ত। প্রশিক্ষণটি হবে ১২টি সেশনে দুই দিনব্যাপী। ২টি করে ব্যাচে মোট ৫০ জন উপজেলা নির্বাহী অফিসার (প্রতি ব্যাচে ২৫ জন) অংশগ্রহণ করবেন। চিঠিতে সংযুক্ত তালিকা অনুযায়ী নির্ধারিত তারিখ ও সময়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকায় ব্যাচভিত্তিক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশক্রমে অনুমতি দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ এই কর্মকর্তারা নির্বাচন ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ নিয়ে নিজেদের প্রস্তুত করতে পারবেন।
ব্যাংকসহ সরকারের ৬ বিভাগের সঙ্গে ইসির বৈঠক ২২ অক্টোবর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংকসহ সরকারের ছয়টি গুরুত্বপূর্ণ বিভাগের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২২ অক্টোবর নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এদিকে, নির্বাচন সংক্রান্তে মাঠ প্রশাসনের প্রশিক্ষণ শুরু হবে ২০ অক্টোবর। গতকাল বৃহস্পতিবার ইসির কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন সংক্রান্ত চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে ‘মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়’ সংক্রান্ত গঠিত কমিটির এই সভা আগামী বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতসহ বিভিন্ন কাজে কমিশনকে সরকারের ওই সব প্রতিষ্ঠান, সংস্থা বা বিভাগের সহায়তা নিতে হয়। সেই সমন্বয় নিশ্চিত করার জন্যই এই বৈঠক করা হচ্ছে। এই সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, স্থানীয় সরকার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, আইন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
ইসি কর্মকর্তারা আরও জানিয়েছেন, নির্বাচনের প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবে আগামী ২০ অক্টোবর থেকে মাঠ প্রশাসন তথা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রশিক্ষণ শুরু হচ্ছে। এই প্রশিক্ষণ চলবে ১১ নভেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে দুটি করে ব্যাচে ২৫ জন করে মোট ৫০ জনের দুই দিনব্যাপী (১২টি সেশনে) প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।