বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে যুব ও ক্রীড়া বিভাগের চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং বাংলাদেশের যুব সমাজকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনের লক্ষ্যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, ডা. ফখরুদ্দিন মানিক, জনাব মুহাম্মাদ কামাল হোসাইন ও মাওলানা ইয়াছিন আরাফাত। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের সভাপতি ডা. মঈন উদ্দিন এবং সদস্য যথাক্রমে হাসানুল বান্না বাদল, নাসির উদ্দিন সজল, খান হাবিব মোস্তফা ও মোহাম্মদ আরাফাত। এছাড়া ঢাকা দক্ষিণের সদস্য শাহীন আহমেদ খান, মোতাসিম বিল্লাহ ও আবদুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।