জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, এনআইডি তথ্য ফাঁস হওয়ার প্রমাণ পাওয়ায় ব্র্যাক ব্যাংক এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে ‘যাচাই সেবা’ বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মহাপরিচালক বলেন, ‘মনিটরিং করার সময় দুটি প্রতিষ্ঠান থেকে আমাদের ডেটা লিকের প্রমাণ পাওয়া যাচ্ছে।

এ দুটো প্রতিষ্ঠান হচ্ছে আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক। আমরা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে এ সেবা বন্ধ করে দিয়েছি।’ তথ্য ফাঁসের ঘটনায় তদন্ত শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এনআইডি অনুবিভাগ থেকে ১৮৬টি প্রতিষ্ঠান তথ্য যাচাই সেবা নিতে ইসির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে।

গত ফেব্রুয়ারিতে এনআইডি সেবা গ্রহণকারী তৃতীয় পক্ষের কাছে তথ্য ফাঁস হওয়ার ঘটনার পর পাঁচটি প্রতিষ্ঠানের সেবা বন্ধ রয়েছে। এবার আরও দুটি প্রতিষ্ঠান থেকে তথ্য ফাঁসের প্রমাণ পাওয়া গেছে। হুমায়ুন কবীর বলেন, ‘ডেটা নিরাপত্তার স্বার্থে আমরা প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত মনিটরিং করি। মনিটরিংয়ে ধরা পড়ে দুটি প্রতিষ্ঠান থেকে আমাদের ডেটা লিক হচ্ছে।’ তিনি বলেন, এটা চলমান প্রক্রিয়া। যে কোনো মূল্যে ইসিতে সংরক্ষিত দেশের নাগরিকের তথ্য রক্ষা করতে আমরা বদ্ধপরিকর।