ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরো কার্যালয়ে ব্যুরোর ৩২ তম বার্ষিক সাধারণ সভা গতকাল শুক্রবার রাজধানীর পল্টনের আল রাজি কমপ্লেক্স্রে অনুষ্ঠিত হয়েছে। সভায় অনুষ্ঠিত নির্বাচনে বিশিষ্ট লেখক ও বুদ্ধিজীবী আবুল আসাদ চেয়ারম্যান এবং বিশিষ্ট গবেষক ও সাবেক ব্যাংকার ডঃ মিজানুর রহমান জেনারেল সেক্রেটারি নির্বাচিত হনৎয়েছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান -১ ডক্টর এস এম আলী আক্কাস ,ভাইস চেয়ারম্যান -২ আশেক আহমদ জেবাল, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি-১ আব্দুল আউয়াল সরকার, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি -২ এম সফিউল্লাহ , কোষাধ্যক্ষ আব্দুস সাদেক ভূঁইয়া, রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি ডক্টর এম মিজানুর রহমান, পাবলিকেশন সেক্রেটারি মুহাম্মদ নুরুল হুদা, পাবলিসিটি সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি আব্দুল জব্বার এবং সদস্য দুইজন যথাক্রমে ডক্টর এম নুরুল ইসলামও ডক্টর গুলজারা নবী নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল জলিল এবং নির্বাচন কমিশনার মোঃ মাহফুজুর রহমান দায়িত্ব পালন করেন।
এর আগে বিগত সেশনের(২০২৩-২৪ ও ২০২৪-২৫) ওপর জেনারেল সেক্রেটারি এবং কোষাধ্যক্ষ রিপোর্ট পেশ করেন । এতে উন্মুক্ত আলোচনায় অংশ নেন অনেকেই। সভা শেষে নতুন চেয়ারম্যান আবুল আসাদের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি