বাংলাদেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষকবৃন্দ বলেছেন, আমাদের সহকর্মী শেহরীন আমিন ভুইয়া ম্যাডাম-এর ছবিকে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং অশালীন মন্তব্য করার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাই। এ ধরনের কর্মকা- একজন শিক্ষকের ব্যক্তিগত মর্যাদায় আঘাত এবং নারীসমাজের জন্য চরম অসম্মানজনক। আমরা মনে করি, ডিজিটাল মাধ্যমে হয়রানি, সাইবার বুলিং ও যৌন নিপীড়নের যেকোনো রূপের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া সময়ের দাবি।

গতকাল মঙ্গলবার দেয়া বিবৃতিতে তারা এ কথা বলেন। তারা বলেন, আমরা শেহরীন আমিন ভুইয়া ম্যাডামের সাহসী উদ্যোগের প্রতি আন্তরিক সংহতি জানাচ্ছি এবং প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছিÑ যাতে দ্রুততম সময়ে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।

তারা বলেন, আমরা বিশ্বাস করি, নারীর প্রতি সম্মান, নিরাপত্তা ও ন্যায্যতার সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য প্রত্যেক শিক্ষক, শিক্ষার্থী এবং নাগরিককে সাইবার সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে এগিয়ে আসতে হবে। আমরা সকল নারী শিক্ষকবৃন্দ ঐক্যবদ্ধভাবে সাইবার বুলিং, যৌন হয়রানি ও ডিজিটাল নির্যাতনের যেকোনো রূপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিচ্ছি।

বিবৃতিদাতা বাংলাদেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষকবৃন্দের মধ্যে রয়েছে, ড. সাবিহা সুলতানা, ড. মুহসিনা আক্তার, ড. শারমিন ইসলাম, রেহানা সুলতানা, মারদিয়া মমতাজ, মোছা. সালেহা আক্তার, ড. আফরোজা বুলবুল, নাজনীন বিনতে হক, আসমা আক্তার, নুরুন নাহার আঁখি, তানিয়া বিনতে ফাইজ, ড. হাসিনা বেগম এবং রওনক জাহান।