বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবর শুনে দেখতে বাসায় গেছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ সময় জামায়াত আমীরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন ধর্ম উপদেষ্টা। এ ছাড়া সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। এ দিকে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ আমীরে জামায়াতের বাসায় গিয়ে খোঁজখবর নেন।
জানা যায়, গতকাল রোববার জামায়াত আমীরের নিজ বাসায় গিয়ে খবর নেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এসময় উপস্থিত ছিলেনÑবাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর ফখরুল ইসলাম এবং ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা আমীর ডা. খালিদুজ্জামান প্রমুখ।
সেনা প্রধানের ফোন: জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান-এর অসুস্থ হওয়ার খবর শুনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। গতকাল দুপুরে জামায়াত আমীরের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়Ñআমীর ডা. শফিকুর রহমানের চিকিৎসার জন্য যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন সেনাপ্রধান। এজন্য জেনারেল ওয়াকার উজ্জামানকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জামায়াত আমীর।
ইসলামী সংগঠনের নেতৃবৃন্দের সাক্ষাৎ: গতকাল আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে দেখতে তার বসুন্ধরার বাসায় যান ইসলামী ঐক্যজোটের সিনিয়র নায়েবে আমীর, ইসলামিক কানুন বাস্তবায়ন কমিটির আমীর মাওলানা আবু তাহের জিহাদি আল কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী ও সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মুফতি আবু জাফর কাসেমী ও মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা আবুল কাসেম কাসেমী, নায়েবে আমীর আলহাজ্জ রফিকুল ইসলাম বাবুল, সেক্রেটারি মুফতি নিয়ামত উল্লাহ ও সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দ।
আমীরে জামায়াতকে দেখতে অন্যান্যের মধ্যে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় উলামা বিভাগের সেক্রেটারি ড. মুফতি মাওলানা খলিলুর রহমান মাদানী, ঢাকা মহানগরী দক্ষিণের ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, মহানগরী উত্তরের ওলামা বিভাগের সভাপতি ড. মাওলানা মিম আতিকুল্লাহ, দক্ষিণের ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা শাহিন হোসেন চাঁদপুরী, ফেইস দ্যা পিপুলের স্বত্বাধিকারী জনাব সাইফুল সাগর প্রমুখ।
এসময় তারা আমীরে জামায়াতের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার আশু আরোগ্যের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করেন। ভালোবাসার টানে তাকে দেখতে আসায় আমীরে জামায়াত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে সভাপতির বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান দলটির আমীর শফিকুর রহমান। পরে পাশে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন। কিছুক্ষণ পর আবারও বক্তব্য দিতে গিয়ে পুনরায় অসুস্থ হয়ে গেলে তিনি বসেই বক্তব্য দেন। পরে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করেন। পরে রাত ৯টা ১৫ মিনিটে তিনি হাসপাতাল থেকে বাসায় যান।