ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, সেনাপ্রধান সিএমএইচ ও সেনাক্যাম্প পরিদর্শনকালে সকল সেনাসদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তিনি তাদের সঙ্গে প্রীতিভোজে অংশ নেন। এছাড়াও সেনাপ্রধান সম্প্রতি ভাসানটেকে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেন।