দেশের দুই সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলীতে দুই বাংলাদেশী নিহত হয়েছেন। শুক্রবার রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা এবং গতকাল শনিবার ভোরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত এলাকায় এসব ঘটনা ঘটে। দোয়ারাবাজার উপজেলার ভাঙারপাড় এলাকায় বিএসএফের গুলীতে নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৪৫। তিনি একই এলাকার বাসিন্দা। অন্যদিকে হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে নিহত ব্যক্তির নাম মো. রাসেল (২০)। তিনি একই উপজেলার রাজবাড়ী এলাকার নিয়াজ উদ্দিনের ছেলে।

দোয়ারাবাজার সীমান্তে নিহত: সুনামগঞ্জ সংবাদদাতা জানান, বিএসএফ-এর গুলীতে নিহত শফিকুল ইসলাম দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙাপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে উপজেলার ১২১৬ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির জানান, শুক্রবার রাত ১টা ২০ মিনিটের দিকে দোয়ারাবাজার সীমান্তের ভাঙাপাড়া এলাকায় বিএসএফ ৩-৪ রাউন্ড গুলি ছোড়ে। এতে শফিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করে। তিনি আরও বলেন, এ ঘটনায় বিজিবি পক্ষ থেকে বিএসএফের কাছে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শফিকুল ইসলাম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে স্ত্রী লিমা বেগম ছোট তিন সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এর আগে গত ১০ এপ্রিল, দোয়ারাবাজার উপজেলার পেকপাড়া মোকামছড়া গ্রামের কুটি মিয়া (৫০) ভারতের মেঘালয়ের শিলং জেলার মোশাররম থানার নথরাই পুঞ্জি এলাকায় খাসিয়াদের গুলিতে নিহত হন। তিনি সুপারি চুরির উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেছিলেন বলে জানা যায়। স্থানীয়দের দাবি, সীমান্তে চোরাচালান নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে কার্যকর সমন্বয় ছাড়া এ ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।

ঠাকুরগাঁওয়ে হরিপুরে নিহত: এদিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত এলাকার কয়েকজন বাসিন্দা ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, শনিবার ভোর চারটার দিকে রাসেলসহ কয়েকজন মিনাপুর সীমান্ত এলাকার শূন্যরেখা পেরিয়ে ভারতীয় সীমানার কাঁটাতারের বেড়ার কাছে যান। এ সময় বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে রাসেল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। ঘটনার পর বিএসএফের সদস্যরা তাঁর লাশ ভারতে নিয়ে যান। রাসেলের বাবা নিয়াজ উদ্দিন বলেন, রাসেল টুকটাক কাজ করত। দুই দিন ধরে ওর খোঁজ পাওয়া যাচ্ছিল না। কেউ হয়তো টাকার লোভ দেখিয়ে ওকে সীমান্তে নিয়ে গেছে। দিনাজপুর বিজিবি-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান বলেন, এ বিষয়ে বিএসএফ নিশ্চিত না করা পর্যন্ত আমরা বিস্তারিত বলতে পারছি না। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ডাকা হয়েছে। পতাকা বৈঠক হলেই বিস্তারিত জানাতে পারব। বিএসএফের গুলীতে বাংলাদেশী নিহত হওয়ার খবর পেয়েছেন জানিয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানতে পারেননি।