জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদানের জন্য ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনসহ ৫-দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে গত ১৯ নভেম্বর (বুধবার) বিকালে আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির পক্ষ থেকে আগামী ৩০ নভেম্বর হতে ৬ ডিসেম্বর পর্যন্ত দেশের সাতটি বিভাগে সমাবেশ করার সিদ্ধান্ত হয়।
উক্ত সিদ্ধান্তের সমাবেশের পূর্ব ঘোষিত কর্মসূচিতে আংশিক পরিবর্তন আনা হয়েছে। আন্দোলনরত ৮ দলের সমন্বয়ক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি) স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। পরিবর্তিত কর্মসূচির মধ্যে রয়েছে, ৩০ নভেম্বর রাজশাহী, ১ ডিসেম্বর খুলনা, ২ ডিসেম্বর বরিশাল, ৩ ডিসেম্বর রংপুর, ৪ ডিসেম্বর ময়মনসিংহ, ৫ ডিসেম্বর চট্টগ্রাম ও ৬ ডিসেম্বর সিলেট।
উপরোক্ত কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য আন্দোলনরত ৮ দলের পক্ষ থেকে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে এবং প্রত্যেক জেলা/মহানগরীতে আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।