বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-০৯ সংসদীয় আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং সবুজবাগ, মুগদা ও খিলগাঁও উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমদ গতকাল শনিবার সকালে মুগদা সরকারী হাসপাতাল পরিদর্শন ও পরিচালকের সাথে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে মতবিনিময় করেন। এসময় আরও উপস্থিত ছিলেন মুগদা পুর্ব থানা আমীর মাওলানা মোহাম্মদ ইসাহাক, মুগদা উত্তর থানা আমীর এডভোকেট রিয়াজুল ইসলাম, সবুজবাগ পুর্ব থানা আমীর রওশন জামান, সবুজবাগ দক্ষিণ থানা সেক্রেটারি কামরুল হাসান রিপন সহ সবুজবাগ ও মুগদা জোনের থানা সেক্রেটারী এবং ঢাকা - ০৯ আসন সংস্লিষ্ট জামায়াত মনোনীত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীবৃন্দ।
হাসপাতাল পরিদর্শনে এসে মুহাম্মদ কবির আহমেদ হাসপাতালের ইনডোর, আউটডোর, ফার্মেসী ও ল্যাব সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কথা বলেন এবং ওয়ার্ড সমুহে গিয়ে অসুস্থ রোগী ও তাদের আত্মীয় স্বজদের সাথে কথা বলে চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।
পরিশেষে কবির আহমেদ মুগদা সরকারী হাসপাতালের পরিচালকের সাথে বৈঠকে মিলিত হোন এবং হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অযথা হয়রানি বন্ধ, সিট সংকট নিরসন, রোগী ও ডাক্তারদের আচরণসহ চিকিৎসা সেবার মান নিয়ে আলোচনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।