চাঁদার দাবিতে রাজধানীর মিরপুরে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে গুলী ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আগুনে বাসটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। গতকাল শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে শেওড়াপাড়ায় মেট্রোরেলের ২৬৬ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। এর আগে গত ৩ সেপ্টেম্বর মিরপুর সেনপাড়া পর্বতা এলাকায় ৫ লাখ টাকা চাঁদার দাবিতে এই বাসের চেকারের গলায়, ঘাড়ে ও হাতে ছুরিকাঘাত করে সন্ত্রাসী নেছার উদ্দিন ও তার ৫/৬ জন সহযোগী। ওই ঘটনায় কাফরুল থানায় নেছার উদ্দিনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫/৬ জন সহযোগীকে আসামী করে মামলা করেন আলিফ পরিবহন কোম্পানির চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, বাসটি মিরপুর থেকে আগারগাঁওয়ের দিকে যাচ্ছিল। শেওড়াপাড়ায় পৌছলে দুই থেকে তিনজন ব্যক্তি হঠাৎ বাস থামানোর জন্যে ইশারা দেয়। ড্রাইভার বাস থামালে, বাসে থাকা সকল যাত্রীদের নামিয়ে দেয়া হয় এবং তারা কয়েক রাউন্ড গুলী ছোড়ে। গুলীতে বাসের সামনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। পরে তারা বাসটিতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আমরা জেনেছি কয়েকজন যুবক এসে বাসটিতে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত চলে যায়।
বাসের চালক জানান, বাস নিয়ে সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা দিয়ে বাস থামাতে বলেন। থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। যাত্রীরাও আতঙ্কে বাস থেকে নেমে যান। তবে কাফরুল থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, বাসের চেকার নিয়োগকে কেন্দ্র করে চলমান বিরোধের জের ধরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও সংগ্রহ করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা নিয়ে অগ্নিসংযোগকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুড়ে যাওয়া বাসটির মালিক সাইদুর রহমান জানান, বাসটির মালিকানা আমার একার। এখানে মালিকানা দ্বন্দ্বের কোন সুযোগ নেই। এর আগেও চাঁদার দাবিতে গত ৩ সেপ্টেম্বর বাসের চেকার জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করে নেছার ও তার সহযোগীরা। ওই ঘটনায় একটি মামলা হলেও এখনো পর্যন্ত নেছার ও তার সহযোগীদের গ্রেপ্তার করা যায়নি। তিনি জানান, ওসি বলেছেন-তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর মধ্যেই আজকে হামলা চালানো হলো। ফায়ার সার্ভিস সূত্র বলছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে বাসটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।