চলমান শতাব্দীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দেশে একটি অবাধ, নিরপেক্ষ ও অর্থবহ নির্বাচনের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন।
গতকাল বুধবার রাজধানীর নাখাল পাড়ার লুকাস মোড়ে তেজগাঁও থানা উত্তর জামায়াত আয়োজিত এক নির্বাচনী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আমীর হাফেজ আহসান উল্লাহর সভাপতিত্বে পথ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মু. আতাউর রহমান সরকার। আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি থানা সেক্রেটারি রাসিবুল হক নাসিফ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সভাপতি কাজী মুজিবুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য ইউনুস শেখ, সোলায়মান হোসেন, ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম ও মাওলানা ও আবু জাফর প্রমূখ।
সাইফুল আলম খান মিলন বলেন, আওয়ামী ফ্যাসীবাদীরা দেশে অপশাসন-দুঃশাসন চালিয়েছে। তারা রাষ্ট্রের সকল অবকাঠামো ভেঙে দিয়ে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। তাই দেশে ন্যায়- ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে হলে জুলাই গণহত্যা সহ প্রায় ১৬ বছরের সকল হত্যাকা-ের বিচার হতে হবে। শেখ হাসিনা সহ পতিত স্বৈরাচারের প্রতিভূদের সকল অপকর্মের বিচার করতে হবে। একই সাথে সুশাসন ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রের সংস্কার করা জরুরি। সর্বোপরি আওয়ামী আমলের সকল প্রকার দুর্নীতি, লুটপাট, ব্যাংক ডাকাতি অর্থপাচারের বিচার সহ পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে কার্যকর পক্ষক্ষেপ গ্রহণ করতে হবে। লুটেরা ও কালো টাকার মালিকরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে যে জন্য অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিচার ও সংস্কার ছাড়া দেশে কোন ভাবেই অর্থবহ ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারবে না। তিনি আগস্ট বিপ্লবকে অর্থবহ ও টেকসই দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়। সেখানে আইন শাসন থাকবে, মানুষের মানুষে কোন বৈষম্য থাকবে না; রাষ্ট্রই সকল নাগরিকের অধিকারের নিশ্চয়তা প্রদান করবে। আমরা এমন এক গণতান্ত্রিক বাংলাদেশ চাই যেখানে জনগণের ভোট ও ভাতের নিশ্চয়তা থাকবে। দেশে মেয়াদান্তে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। প্রত্যেকেই তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘেœ ও নির্ভয়ে ভোট দিতে পারবে। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ পরিচালনা করবেন। সকল ক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিত হবে। তিনি সে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
তেজতুরি পাড়ায় মত বিনিময়: গত মঙ্গলবার তেজগাঁও থানাধীন পূর্ব তেজতুরিবাজার স্থানীয় ভোটারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তেজগাঁও থানা দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর এস এম মনিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত মনোনীত ঢাকা ১২ আসনের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। প্রোগ্রামে আরো বক্তব্য রাখেন জামায়াত মনোনীত ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী, তেজগাঁও থানা দক্ষিণের আমীর ইঞ্জিনিয়ার নো’মান আহমদী, ট্রাক কাভার্ড ভ্যান মালিক সভাপতি হাজী তোফাজ্জাল হোসেন। উপস্থিত ছিলেন থানা তরবিয়ত সম্পাদক মাওলানা আব্দুল হক,থানা প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল হাসান, বিশিষ্ট ব্যাবসায়ী তসলিমুর রহমান, শহীদুল্লাহ, আব্দুল বারেক, রাশেদুর রহমান, মফিজুর রহমান, শিপন, সুজাউল ইসলাম, নাজমুজ সাদাত, আজিজুল হক মানিক, লিটন আব্দুর রাজ্জাক, জাহিদ, আনোয়ার, জিলানী ও ইঞ্জিনিয়ার মূসা প্রমূখ। প্রেসবিজ্ঞপ্তি।