বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দেশের রাজনৈতিক দলের নেতারা। গতকাল মঙ্গলবার দলের ভেরিফায়েড ফেসবুক পেজে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় ইন্তিÍকাল করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান শোক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বলিষ্ঠ নেতৃত্ব ও দৃঢ় রাজনৈতিক অবস্থানের জন্য তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে একটি স্বতন্ত্র পরিচয় রেখে গেছেন। আধিপত্যবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমি তার ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ তাআলা তার ভুল-ত্রুটিসমূহ ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তাওফীক দান করুন আমীন।

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক চর্চায় ও ইতিহাসে বেগম খালেদা জিয়া একজন উজ্জল ও গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি লেখেন, 'স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে এদেশের মানুষকে পথ দেখিয়েছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও দোয়া কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

গভীর শোক ও সমবেদনা জানিয়েছে খেলাফত মজলিস। এক শোক বিবৃতিতে খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এই শোক জানান।

খালেদা জিয়ার ইন্তিÍকালে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান আজ সংবাদমাধ্যমে এক শোকবার্তা পাঠিয়েছেন।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ফেসবুক পোস্টে লিখেছেন, 'বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত!

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে দেওয়া এক শোকবার্তায় বলা হয়, এরশাদের সামরিক শাসন বিরোধী ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন ও ৯০-এর গণ অভ্যুত্থানে আপসহীন ভূমিকা পালনের জন্য বেগম খালেদা জিয়া চিরস্মরণীয় হয়ে থাকবেন।

এক বিবৃতিতে ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোঃ ফারুক রহমান ও মহাসচিব অ্যাডভোকেট মোঃ জাকির হোসেন বলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও জাতির কল্যাণে আজীবন সংগ্রাম করে গেছেন তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।

ঢাবিতে শোক : বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান ও মর্যাদা প্রদর্শনের লক্ষ্যেমঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। শোক পালনের অংশ হিসেবে আগামী ৪ জানুয়ারি ২০২৬ রবিবার সকাল ১১:০০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক শোকসভা অনুষ্ঠিত হবে। এই শোকসভা আয়োজনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই কমিটি অনুমোদন করেছেন। কমিটির সদস্যগণ হলেন- কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।

এজলাসে ওঠেননি বিচারকরা :

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। একইসঙ্গে আদালতের কার্যক্রমে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয় সংগঠনটি। সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে গতকাল মঙ্গলবার ঢাকার অধস্তন আদালতের বিচারকেরা এজলাসে ওঠা থেকে বিরত থাকেন। তবে দাপ্তরিক কাজ স্বাভাবিকভাবেই চলেছে। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষরিত শোকবার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দীর্ঘদিন গণতন্ত্রের আপসহীন সংগ্রামে অবিচল থাকা এক মহীয়সী নারী, গণতন্ত্রের মাতা, বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে সকাল ৬টায় এভার কেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতি গভীরভাবে শোকাহত। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ঢাকা আইনজীবী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার সব আদালতের কার্যক্রমে আইনজীবী সদস্যরা অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল হাসান কানন বলেন, বিএনপির চেয়ারপর্য়েন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতি শোকবার্তা দিয়ে জানায়, আইনজীবীরা আদালতের কার্যক্রমে অংশ নেবেন না। পরে মিটিং শেষে সিএমএম আদালতের বিচারকেরা এজলাসে না ওঠার বিষয়ে সিদ্ধান্ত নেন। তবে আদালতের দাপ্তরিক কাজ স্বাভাবিক নিয়মে চলছে।

এদিকে বেগম জিয়ার ইন্তিÍকালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, মাজলিসুল মোফাস্সেরিন শোক জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, স্বাধীনতা ফাউন্ডেশন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সুশাসনের জন্য নাগরিক সুজন, বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন, ড. খন্দকার মোশারফ ও তার ছেলেন ড. খন্দকার মারুফ পৃথক বার্তায় গভীর শোক প্রকাশ করেছে।

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এক শোকবার্তায় সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠনের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তিÍকালে শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। আজ জাতি এক মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ‎উভয়ে এক যৌথ শোক বার্তায় বলেন, দেশকে হৃদয় দিয়ে ভালবাসার সাচ্চা দেশপ্রেমিক খালেদ জিয়া মরে নাই, তিনি মহান আল্লাহর মেহমান হিসেবে দুনিয়ার সফর শেষ করেছেন। খালেদা জিয়া ছিলেন বহুদলীয় রাজনৈতিক চর্চার নেতৃত্ব। তিনি ছিলেন আপোষহীন ও আধিপত্যবাদের বিরুদ্ধে একজন আমৃত্যু সংগ্রামী।

বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরিয়ত আল্লামা আবু জাফর কাসেমী ও মহাসচিব মুফতি ফখরুল ইসলাম খালেদা জিয়ার ইন্তিÍকালে গভীর শোক প্রকাশ করে বলেছেন বাংলাদেশের মানুষ আজ একজন প্রকৃত দেশ প্রেমিক নেত্রিকে হারলো। যিনি কখনো দেশের সাথে দেশের জনগনের সাথে গাদ্ধারী করেননী। দেশ প্রেমের কারনে তিনি বারবার জেল খেটেছেন কিন্তু কোন সৈর শাসকের সাথে আপস করে দেশ ছেড়ে বিদেশ চলে যাননি।

বেগম জিয়ার জন্য শোক বই :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শোক ও সমবেদনা জানাতে শোক বই খোলা হয়েছে। বিএনপির পক্ষ থেকে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এই শোক বই খোলা হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে বৃহস্পতিবার পর্যন্ত এতে শোক প্রকাশ করে সমবেদনা জানানো যাবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বেগম জিয়া’র প্রতি শোক জানানোর জন্য চেয়ারপার্সন অফিসে শোক বই খোলা হয়েছে। এই শোক বইতে স্বাক্ষরের মাধ্যমে দলীয় নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ তাদের শ্রদ্ধা ও সমবেদনা জানাতে পারবেন। তিনি জানান, শোক বইতে স্বাক্ষরের সময়সূচি নির্ধারণ করা হয়েছেÑ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত, বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ও বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছেন ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনৈতিকরা। শোক জানানোর পাশাপাশি বিভিন্ন দেশের কূটনৈতিকরা সশরীরে বিএনপির গুলশান কার্যালয়ে এসে শোক বইয়ে স্বাক্ষর করে যাচ্ছেন। তাদের পাশাপাশি বিএনপির শরিক দলের নেতারও আসছেন। এ পর্যন্ত ১৫ টির বেশি দেশের প্রতিনিধি শোক বইতে স্বাক্ষর করেছেন। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শোক বইয়ে প্রথম স্বাক্ষর করেন। এছাড়াও পাকিস্তান, নেদারল্যান্ডস, ভারত, পাকিস্তান ও সুইজারল্যান্ডের প্রতিনিধিরা রয়েছেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।

শোক বইয়ে স্বাক্ষর করতে বিএনপির শরিক দলের প্রতিনিধিরাও একে একে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আসছেন। এখন পর্যন্ত বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে দেখা গেছে। শায়রুল কবির খান জানান, ‘চীন, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, ইরান, জাপান, সৌদি আরব, পাকিস্তান, ভারত, থাইল্যান্ড, ফিলিস্তিনসহ ১৬ টির বেশি দেশের প্রতিনিধি ম্যাডাম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করে গেছেন। এটি চলমান রয়েছে। অন্যান্য দেশের প্রতিনিধিরাও আসছেন।