লড়াই, আন্দোলন, নির্যাতন ও দুঃখ-কষ্টকে সঙ্গী করেই দীর্ঘ ৫১ বছর পথ চলেছে দেশের প্রাচীন আদর্শিক সংবাদপত্র দৈনিক সংগ্রাম। এ দীর্ঘ পথ চলার পেছনে পত্রিকাটির সাংবাদিক ও সংবাদকর্মীদের বড় ধরনের ত্যাগ, অক্লান্ত পরিশ্রম ও অবদান রয়েছে। রয়েছে বিজ্ঞাপনদাতা, শুভাকাক্সক্ষী ও সংবাদপত্র এজেন্টদের সহযোগিতা। আর কর্তৃপক্ষ সবসময়ই ছিলেন ছায়ার মতো। ফ্যাসিবাদী সরকারের নির্যাতন ও রক্তচক্ষুকে উপেক্ষা করে সত্য প্রকাশে অবিচল থাকায় পত্রিকার সাংবাদিক ও সংবাদকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সর্বস্তরের মানুষ। দিনভর উৎসবমুখর পরিবেশে দৈনিক সংগ্রামকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন তারা। বলেছেন মনের অব্যক্ত কথাগুলো। অতীতের দুঃখ-কষ্টের কথাও তুলে ধরেছেন। স্মৃতি ধরে রাখতে তুলেছেন ছবি। সামনে সত্য প্রকাশে অবিচল থাকার আশাবাদও ব্যক্ত করেছেন তারা।
গতকাল শনিবার দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান কার্যালয়ে রাজনীতিবিদ, সম্পাদক, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, ব্যাংকার, সংস্কৃতি কর্মী, সামাজিক ও পেশাজীবী সংগঠন, বিজ্ঞাপনদাতা, কবি, সাহিত্যিক, লেখক, শিল্পী, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, পাঠক ও শুভাকাক্সক্ষীসহ সকল স্তরের মানুষের দিনভর ঢল নেমেছিল দৈনিক সংগ্রাম কার্যালয়ে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোটা সংগ্রাম কার্যালয় নানা রং এ সাজানো হয়েছে। ফটোসেশনের জন্য গ্যালারি ও ফটোফ্রেম, প্রতিক্রিয়া জানানোর জন্য বিশেষ কর্নার, পত্রিকার পাতা দিয়ে বিশালাকৃতির দেয়ালিকা বোর্ড, বাণী সম্বলিত ব্যানার, ফেস্টুনসহ নানা সাজসজ্জা ছিল চোখে পড়ার মতো।
তারা বলেন, দৈনিক সংগ্রামের ৫১ বছরের পথচলা সহজ ছিল না। কষ্টকর সংগ্রামের মধ্যদিয়ে সংগ্রামকে চলতে হয়েছে। এই চলার পথে সংগ্রাম নীতি ও আদর্শের প্রশ্নে আপসহীন থেকেছে। সংগ্রাম তার লক্ষচূত্য হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের চেতনার আলোকে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়তে অতীতের মতোই দৈনিক সংগ্রাম তার সাহসী দেশপ্রেমিক ভূমিকা অব্যাহত রাখবে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে, মানুষের ন্যায্য অধিকার আদায়ের এক বজ্রকঠিন আন্দোলনের নাম হবে দৈনিক সংগ্রাম। বৈষম্যহীন ও সমতাভিত্তিক বাংলাদেশ গড়ার প্রশ্নে দৈনিক সংগ্রাম সব সময় আপসহীন থাকবে। পরিবর্তিত বাংলাদেশ গঠনে দৈনিক সংগ্রাম অবিস্মরণীয় অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
দিনভর শুভাকাক্সক্ষীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন দৈনিক সংগ্রামের সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, সহকারী সম্পাদক সাদাত হোসাইন, বার্তা সম্পাদক সামছুল আরেফীন, জেনারেল ম্যানেজার আবুল হোসাইন, চীফ রিপোর্টার নাসির উদ্দিন শোয়েব, সার্কুলেশন ম্যানেজার এমদাদুল হকসহ সাংবাদিক, সংবাদকর্মী ও কর্মচারীরা।
দৈনিক সংগ্রাম পত্রিকার ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট এহসান মাহবুব জোবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আব্দুর রব ও মোবাররক হোসাইন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ ও কেন্দ্রীয় কলেজ সম্পাদক ইউসুফ ইসলাহীসহ নেতৃবৃন্দ।
শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের পক্ষে নায়েবে আমীর আব্দুর সবুর ফকির, নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন ও আশরাফুল আলম ইমন। দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাহ উদ্দিন বাবরসহ পত্রিকার সাংবাদিক ও কর্মকর্তাবৃন্দ। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি ড. অধ্যাপক মো. আব্দুর রব, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহাম্মদ ও সহযোগী সম্পাদক আলফাজ আনাম। ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ’র অফিস সম্পাদক ডা. একেএম জিয়াউল হকসহ নেতৃবৃন্দ।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরীসহ নেতৃবৃন্দ। জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াসহ নেতৃবৃন্দ। ঢাকা সাংবাদিক ইউনিয়নের ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলমসহ নেতৃবৃন্দ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ নেতৃবৃন্দ।
শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মশিউর রহমান সুমন, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন বাদল, অর্থ সম্পাদক নাসিম শিকদার, সাংগঠনিক সম্পাদক সালেকুজ্জআমান চৌধুরী রাজিব, সাবেক সভাপতি গোলাম মোস্তফাসহ নেতৃবৃন্দ। বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস)-এর পক্ষে সহ-সভাপতি মুহাম্মদ নূরে আলম।
গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক জামাল উদদীন, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোঃ খায়রুল হাসান, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোঃ হোসেন আলী, গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আবু সাঈদ মোহাম্মদ ফারুক, গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আজহারুল ইসলাম, টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমীর মোঃ নজরুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমীর মোঃ আনোয়ার হোসেন, গাজীপুর মেট্রো সদর থানা জামায়াতের নায়েবে আমীর মোঃ ছাদেকুজ্জামান খান।
সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মাহবুব মুকুল। উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি আব্দুর রহমান, জোন সভাপতি তালুকদার শাহিনুর রহমান। বাংলাদেশ কো অপারেটিভ বুক সোসাইটি লি: -এর পক্ষে ম্যানেজার মার্কেটিং সোহেল রানা মিঠু, ডিজিটাল মার্কেটিং অফিসার রাসেল হোসাইনসহ নেতৃবৃন্দ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্পাদক মোঃ সোহেল রানা মিঠুসহ নেতৃবৃন্দ।
বাংলাদেশ কালচারাল একাডেমির সেক্রেটারি ইবরাহীম বাহারী ও প্রচার সম্পাদক হারুন ইবনে শাহাদাত, সাপ্তাহিক সোনার বাংলার চেয়ারম্যান একেএম রফিকুন্নবী নেতৃত্বে পত্রিকার সাংবাদিক ও কর্মকর্তাবৃন্দ এবং দ্বিমাসিক আল মাকতাব পত্রিকার সম্পাদক এসএম রুহুল আমীনের নেতৃত্বে আল মাকতাব পরিবারের সদস্যবৃন্দ। বডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের পক্ষে সিনিয়র তথ্য অফিসার শরীফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, অনলাইন নিউজ পোর্টাল আরটিএনএন-এর নির্বাহী সম্পাদক অরণ্য গহর, বাংলা এডিশনের পক্ষে সিনিয়র রিপোর্টার ইসমাঈল সরদার, সংসদ সদস্যপ্রার্থী ভিপি নুরুল হক নুর, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব মো. আবু হানিফ।
সার্ভে অফ বাংলাদেশের পক্ষে পিআরও ওমর ফারুক, বাংলাদেশ সংবাদপত্র (গণমাধ্যম) কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান ও মহাসচিব খায়রুল ইসলামসহ নেতৃবৃন্দ, সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার চেয়ারম্যান একেএম রফিকুন নবী ও বার্তা সম্পাদক ফেরদৌস আহমেদ ভূঁইয়াসহ নেতৃবৃন্দ। কুরআন মজলিস বাংলাদেশের আমীর মো. এমদাদ উল্লাহ ও মহাসচিব মুহাম্মদ মহিউদ্দীন গাজী, দৈনিক দিনের আলোর সম্পাদক মো. ফজলুর রহমান জুলফিকারসহ নেতৃবৃন্দ, রংতুলি এডভারটাইজিং এর পক্ষে এজাজুল হক রনি, খুররম একাডেমিক সোসাইটি-ঢাকার চেয়ারম্যান সৈয়দ রাফে সামনান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর পক্ষে সহকারী পুলিশ কমিশনার এসি মিডিয়া আরিফা আক্তার স্মৃতি,
বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতির সভাপতি আশরাফ উদ্দিন মিলন ভূঁইয়াসহ নেতৃবৃন্দ, বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের পক্ষে সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল অফ দ্যা নেশন-এর চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান খান, প্রিন্সিপাল কর্ণেল (অব.) আশরাফ উদ্দিন, বাংলাদেশ চারু শিল্পীর পক্ষে বিখ্যাত শিল্পী ইব্রাহিম মন্ডলসহ নেতৃবৃন্দ।
এছাড়াও যেসব প্রতিষ্ঠান শুভেচ্ছা ও অভিনন্দন জানান: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে হেড অফ পিআরডি নজরুল ইসলাম, হজ্জ ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের জিএম শফিকুর রহমান, সোনালী ব্যাংক পিএলসি-এর ডিজিএম পিআরও মো. ইসমাঈল হোসেন, এসবিএসি ব্যাংক পিএলসি-এর পিআরও আসাদুল্লাহ গালিব, কর্ম সংস্থান ব্যাংক-এর পিআরও মো. ইমরুল হাসান অপু, আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এর মোখতার হোসেন ও মো. নাসিমুল হক, বাংলাদেশ কোস্টগাড -এর মিডিয়া ইনচার্জ মো. মোমিনুল ইসলার্ম, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন-এর পিআরও বিভাগের সাইফুল ইসলাম, বডার গার্ড বাংলাদেশ, চলচিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ইসলামকি ফাউন্ডেশন, সারা এডভারটাইজিং-এর শহিদুল ইসলাম ও মো. আব্দুল কুদ্দুস, ফোকাস বিশ্ববিদ্যালয় কোচিং, ইসলামী ব্যাংক ফাইন্ডেশন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল, মেসবাহুল উম্মাহ মাদরাসা, বাংলাদেশ সংবাদদাতা কর্মচারী ফেডারেশন।
সাংবাদিক নেতাদের শুভেচ্ছা
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কন্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ শুভেচ্ছা জানিয়ে বলেন, দৈনিক সংগ্রাম অনেক নির্যাতনের শিকার হয়েছে। অনেক নির্যাতনের পরও সত্য প্রকাশে অবিচল ছিল। দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও সত্য প্রকাশে বলিষ্ট ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ূব ভূইয়া বলেন, দৈনিক সংগ্রাম দীর্ঘ ৫১ বছর অনেক ঝড়ের মধ্য দিয়ে অতিক্রম করেছে। ফ্যাসিবাদের আমলেও নির্যাতনের শিকার হয়েছে। তবু তারা সত্য প্রকাশে অবিচল ছিল। ভবিষ্যতেও ইসলাম ও মানবতার পক্ষে সত্য প্রকাশ করে যাবে বলে এ প্রত্যাশা ব্যক্ত করেন।
বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, দৈনিক সংগ্রাম একটি নীতি আদর্শের ভিত্তিতে কঠিন পথ অতিক্রম করে টিকে আছে। এটি অনেক ভাগ্যের ব্যাপার। ফ্যাসিবাদী সরকার হামলা করে পত্রিকাটি বন্ধ করে দিতে চেয়েছিল। তবু তারা সত্য প্রকাশে অবিচল আছে। তিনি পত্রিকার সাংবাদিক ও সংবাদকর্মীদের শুভেচ্ছা জানান।
বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী শুভেচ্ছা জানিয়ে বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রশ্নে দৈনিক সংগ্রাম বলিষ্ট ভূমিকা পালন করেছে। পত্রিকাটিতে হামলা চালিয়েছে, সম্পাদককে টেনে বের করে দিয়েছে। তবু তারা সাহস করে সত্য বলেছে। সামনেও গণতন্ত্র বিকাশে সাহসিকতার সাথে সৎ সাংবাদিকতা চালিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানব কন্ঠের সম্পাদক শহীদুল ইসলাম শুভেচ্ছা জানিয়ে বলেন, ২০০৪ সাল থেকে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর পর্যন্ত দৈনিক সংগ্রামে আমি কর্মরত ছিলাম। দৈনিক সংগ্রাম অনেক নির্যাতনের মধ্যেও আপসীনভাবে সাংবাদিকতা করেছে। অন্যায়ের সাথে আপস করেনি। আগামীতেও তাদের এ পথচলা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ডিইউজে সাধারণ সম্পাদক ও দৈনিক জনকন্ঠের নির্বাহী সম্পাদক খুরশীদ আলম বলেন, দৈনিক সংগ্রাম স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কাজ করে যাচ্ছে। তাদের কখনো সম্পাদকীয় নীতিতে পরিবর্তন হয়নি। গণতন্ত্রের পক্ষে সব সময় আপসহীন ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।