এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহ হ্রাস পাবে। এ কারণে তিতাস গ্যাসের আওতাধীন সব শ্রেণির গ্রাহকের চুলা ও গ্যাস সংযোগে স্বল্পচাপ বিরাজ করবে। গতকাল শুক্রবার তিতাস গ্যাসের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ কম থাকবে। এর প্রভাব পড়বে তিতাস গ্যাসের অধিভুক্ত আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের ওপর।
কর্তৃপক্ষ আরও জানায়, নির্ধারিত সময়ে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে গ্যাস সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে। এ সময় গ্রাহকদের গ্যাস ব্যবহারে ধৈর্যধরার আহ্বান জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।