মিশর সফরে গেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সেখানে তিনি ১০ অক্টোবর পর্যন্ত অবস্থান করে ১১ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। গতকাল রোববার ভোরে তিনি মিশরের উদ্দেশে ঢাকা ছাড়েন। আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের ১৭ অনুচ্ছেদ অনুয়ায়ী প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের মিশর যাতায়াত ও অবস্থানকালে ৫ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত অথবা যাত্রার তারিখ থেকে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন। রাষ্ট্রপতি বিষয়টি অনুমোদন করেছেন।