বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেছেন, জুলাই সনদের বাস্তবায়ন চাইলে আগামী গণভোটে 'হ্যাঁ' এর পক্ষে ভোট দিতে হবে। তাহলে জুলাইয়ের রক্তাক্ত গণঅভ্যূত্থান যুগ যুগ ধরে সমুন্নত থাকবে। তিনি আরো বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করে দেশে ইনসাফ কায়েম করতে হবে। গতকাল বুধবার সকালে কুতুবদিয়া উপজেলা ১ নং উত্তর ধুরুং ইউনিয়ন তৃণমূল কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. আযাদ বলেন, জনগণ নতুন করে আর কোন ফ্যাসিবাদকে প্রশ্রয় দিবে না। কেউ যদি ফ্যাসিবাদী আচরণ করতে চায় তা জনগণ মেনে নিবে না। ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ এবং জুলাই আকাক্সক্ষার আলোকে দেশ গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে 'হ্যাঁ' ভোট দিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন সংস্কার কমিশনে আলোচনা করে জুলাই সনদ রচনা করার পর তাতে স্বাক্ষর করে। দুঃখজনক হলো, একটি দল জুলাই সনদে স্বাক্ষর করলেও এখন তা বাস্তবায়নের বিরুদ্ধে অবস্থান নিয়ে 'না' ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তাদের কাছে জনগণের প্রশ্ন হলো- তারা আবারও দেশে ফ্যাসিস্টকে ফিরিয়ে আনতে চায় কিনা? তাদের এ স্বপ্ন জনগণ বাস্তবায়ন হতে দিবে না বলেও মন্তব্য করেন তিনি।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর আ. স. ম. শাহরিয়ার চৌধুরী, সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি রবিউল হোসাইন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ বিন ইবরাহিম, ইউনিয়ন জামায়াতের সভাপতি সৈয়দুল আলম, সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ ইলিয়াসসহ স্থানীয় নেতৃবৃন্দ।