ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেতে প্রায় অর্ধশত আবেদন জমা পড়েছে। আবেদনের শর্তগুলো সম্পন্ন করে যারা সব ডকুমেন্টস জমা দিয়েছেন, তাদের যাচাই বাছাইয়ের কাজ চলছে। যাচাই-বাছাইয়ের কাজ শেষে যারা যোগ্য বলে বিবেচিত হবেন, তাদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। জানা গেছে, ঢাকা ওয়াসার এমডি পদে নিয়োগ পেতে এরই মধ্যে সংশ্লিষ্টরা তদবির শুরু করেছেন।

সূত্র মতে, গত মাসের ২৩ মার্চ ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়্যারেজ অথরিটি (ঢাকা ওয়াসা)। আবেদন জমা দেয়ার শেষ সময় প্রথমে ১৫ এপ্রিল পর্যন্ত থাকলেও সেটি পরবর্তীতে বাড়িয়ে ২০ এপ্রিল পর্যন্ত করা হয়। এতে চাকরির ধরন বলা হয় চুক্তিভিত্তিক। যার মেয়াদ ০৩ বছর। নারী-পুরুষ যে কেউই আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে যোগ্যতা বলা হয়েছে ন্যূনতম স্নাতকোত্তর বা বিএসসি (ইঞ্জিনিয়ারিং) বা সমমানের ডিগ্রি। সরকারি/ আধা সরকারি/স্বায়ত্তশাসিত/স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে কর্মরত আছেন বা ছিলেন, এমন প্রার্থীদের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ন্যূনপক্ষে তৃতীয় গ্রেড স্কেল বা সমপর্যায়ের স্কেলধারী হতে হবে। অবশ্যই পানি সরবরাহ এবং স্যানিটেশন সেক্টর অথবা সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনায় সিনিয়র পর্যায়ে অন্তত ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে পারদর্শী হতে হবে। বয়স হতে হবে অনূর্ধ্ব ৬০ বছর। তবে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনায় বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে, প্রচলিত নিয়ম অনুযায়ী সার্বক্ষণিক ব্যবহারের জন্য চালক, জ্বালানিসহ একটি গাড়ি, আবাসিক টেলিফোন, মুঠোফোন ও তার বিল ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ প্রদান করবে।

জানা গেছে, ঢাকা ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক পদে ৩৮ জন প্রার্থী তাদের আবেদন জমা দিয়েছেন। ওয়াসা কর্তৃপক্ষ আবেদনগুলো যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছেন। আবেদনে যেসব শর্ত ও যোগ্যতার কথা উল্লেখ আছে, সেগুলো জমা হওয়া আবেদনে রয়েছে কিনা সেগুলো দেখার কাজ চলছে। যারা সব শর্ত পূরণ করেছেন তাদের আবেদনগুলো আলাদা করে রাখা হবে। এরপর ওয়াসার বোর্ড মিটিংয়ে বাছাইকৃত আবেদনগুলো নিয়ে আলোচনা হবে। সেখানে ফাইনাল হওয়া আবেদনকারীদের মৌখিক পরীক্ষায় ডাকা হবে।

সূত্র জানায়, যাচাই-বাছাই হওয়ার পর আবেদনকারীদের কোনো লিখিত পরীক্ষা নেয়া হবে না। শুধু মৌখিকভাবে তাদের পরীক্ষা নেয়া হবে। ঢাকা ওয়াসা বোর্ড ভাইবা পরীক্ষায় সন্তুষ্টি সাপেক্ষে তিনজনের একটি তালিকা করবেন। ফাইনাল হওয়া এই তিনজনের যে কোনো একজনকে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দিতে বোর্ডের সুপারিশসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় মনে করলে বাড়তি ভাইবা নিতে পারেন। না হলে এই তিনজন থেকে একজনকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিবেন।

সূত্র জানায়, আগামী মে মাসের প্রথম সপ্তাহে ওয়াসা বোর্ডের মিটিং হওয়ার কথা রয়েছে। সেখানে বাছাইকৃত আবেদনগুলো পর্যালোচনা করে ভাইবার জন্য প্রার্থীদের ডাকা হবে। পরবর্তী বৈঠকে তিনজনের নাম চূড়ান্ত করে সেটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। জানা গেছে, মে মাসের মধ্যে ওয়াসা বোর্ড নিয়োগ সংক্রান্ত সব কাজ শেষ করে মন্ত্রণালয়ে তাদের সুপারিশ পাঠাবে। ওয়াসার সুপারিশ পেলে মন্ত্রণালয় মে মাসের শেষের দিকে অথবা জুনের যে কোনো সময় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করবেন। যিনি তিন বছর ঢাকা ওয়াসার এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিব ও বর্তমান ঢাকা ওয়াসার এমডি ফজলুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

সূত্র মতে, ছাত্র-জনতার গণ অভূত্থানের পূর্বে একটানা ১৫ বছর ধরে ওয়াসার এমডি ছিলেন আলোচিত-সমালোচিত তাকসিম এ খান। ১৪ আগস্ট পদত্যাগ করেন ১৫ বছর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা তাকসিম এ খান। পরদিন স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্টাংশ বাতিল করা হল। গত বছরের ১৪ অক্টোবর তাকসিম এ খানের চুক্তির মেয়াদ সপ্তমবারের মত বাড়ানো হয়েছিল। পট পরিবর্তনের পর গত দশ মাসে একাধিক কর্মকর্তা ওয়াসার এমডির দায়িত্বে ছিলেন। এদের মধ্যে কেউ ছিলেন ভারপ্রাপ্ত, আবার কেউ ছিলেন পূর্ণ এমডি। তবে সেটি সাময়িক। ঢাকা ওয়াসার বর্তমান এমডি ফজলুর রহমানকে সাময়িকভাবে অতিরিক্ত এ দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল স্থানীয় সরকার বিভাগ। এর আগে বর্তমানে রাজধানীবাসীর পানি সরবরাহের দায়িত্বপ্রাপ্ত সরকারি এ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ছিলেন এ কে এম সহিদ উদ্দিন। তবে তার দায়িত্ব পালন নিয়ে আপিল বিভাগের এক রায় আসার দিনেই নতুন এমডি হিসেবে ফজলুর রহমানকে নিয়োগ দেয়া হয়।

এদিকে নতুন এমডি নিয়োগকে কেন্দ্র করে সরগরম ওয়াসা কার্যালয়। কে হচ্ছেন নতুন ব্যবস্থাপনা পরিচালক এটি নিয়ে আলোচনা তুঙ্গে। জানা গেছে, এমডি পদে নিয়োগ পাওয়ার জন্য কয়েকজন তদবির করে যাচ্ছেন। এদের মধ্যে তিনজন রাজনৈতিকভাবে তদবির চালাচ্ছেন বলে জানা গেছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসার এক শীর্ষ কর্মকর্তা বলেন, সবাই চায়, যোগ্যতার ভিত্তিতে যেন এমডি নিয়োগ দেয়া হয়।

জানতে চাইলে ঢাকা ওয়াসার বোর্ড চেয়ারম্যান এ কে এম তারিকুল আলম দৈনিক সংগ্রামকে বলেন, আমরা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি দিয়েছি। আগ্রহীরা আবেদন জমা দিয়েছেন। এখন সেগুলো যাচাই-বাছাই করে বোর্ড মিটিংয়ে পর্যালোচনা শেষে চূড়ান্ত সুপারিশ করা হবে। তিনি বলেন, যোগ্যতা বিবেচনায় এমডির জন্য সুপারিশ করা হবে। কবে নাগাদ হতে পারে জানতে চাইলে তিনি বলেন, আমরা চেষ্টা করবো যেন তাড়াতাড়ি সব কিছু শেষ করা যায়। তবে নির্দিষ্ট করে সময় বলা যাচ্ছে না।