১৮তম শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সকল প্রার্থীকে সনদ প্রদানের দাবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

রোববার (২২ জুন) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

সকালে আন্দোলনকারীরা প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে স্লোগান দিতে থাকেন। পুলিশ বারবার তাদের এলাকা ত্যাগ করতে অনুরোধ করলেও আন্দোলনকারীরা পিছু না হটলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। একপর্যায়ে সকাল ১১টা ২৩ মিনিটে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও ভাইভাতে ‘ইচ্ছাকৃতভাবে’ ২০ হাজার ৬৮৮ জন প্রার্থীকে ফেল করা হয়েছে। এর প্রতিবাদে তারা গত ১৫ জুন এনটিআরসির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

তাদের দাবি, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে ফলাফল পুনর্মূল্যায়নের মাধ্যমে শিক্ষক নিবন্ধন সনদ প্রদান করতে হবে।

এটাই প্রথম নয়—এর আগেও ১৫ জুন সচিবালয়ের দিকে মিছিল নিয়ে অগ্রসর হতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছিলেন আন্দোলনকারীরা। সেদিনও জাতীয় প্রেস ক্লাব এলাকায় পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনার সময় রাজধানীর ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পাঁচটিরও বেশি সাউন্ড গ্রেনেড ছোড়া হয় এবং লাঠিচার্জ করা হয়। তবে আন্দোলনকারীরা এখনও ব্যারিকেডের সামনে অবস্থান ধরে রেখেছেন এবং দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।