দৈনিক সংগ্রাম পত্রিকার চীফ রিপোর্টার, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য সামছুল আরেফীন হার্ট অ্যার্টাকে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইব্রাহিক কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা। প্রাথমিক অবস্থায় এনজিও গ্রাম করানোর পর তার হার্টে ৩টি ব্লক ধরা পড়েছে। জরুরিভাবে একটি রিং পড়ানো হয়েছে। দু’এক দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হবে বলে জানা গেছে।
এদিকে সিনিয়র সাংবাদিক সামছুল আরেফীনের রোগমুক্তির জন্য তার পরিবার, সহকর্মী ও শুভাকাক্সিক্ষ ও দৈনিক সংগ্রাম পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে। বৃহস্পতিবার মাগরিবের পর দৈনিক সংগ্রাম কার্যালয়ে সামছুল আরেফীনের রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সামছুল আরেফীনের রোগমুক্তি কামনায় দোয়া চেয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সামছুল আরেফীনে শারীরিক সুস্থতার জন্য ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সবার কাছে দোয়া চেয়েছেন।