ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ঘটনায় গভীর উদ্বেগ, দ্রুত, নিরপেক্ষ, নিন্দা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং পুঙ্খানুপুঙ্খ স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, কমনওয়েলথ, পাকিস্তান, অ্যামনেস্টি ও হিউম্যান রাইটস ওয়াচ। গত শুক্রবার ও গতকাল শনিবার পৃথক পৃথক বিবৃতিতে তারা এ আহ্বান ও গভীর উদ্বেগসহ নিন্দা জানান। এদিকে এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর হত্যাকা- নিয়ে বিবৃতি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বিবৃতিতে হাদীর হত্যাকা-কে ভয়াবহ ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস: ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিখ জানান, হাদীর হত্যায় জাতিসংঘ মহাসচিব নিন্দা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকারের মানদ- অনুসারে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মহাসচিব শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে সহিংসতা থেকে বিরত থাকার, উত্তেজনা হ্রাস করার এবং সর্বাধিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী হত্যাকা-ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার টুর্ক। দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। গত শুক্রবার কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এক বিবৃতিতে আহ্বান জানানো হয়। এতে বলা হয়, মানবাধিকার রক্ষার স্বার্থে সঠিক তদন্ত জরুরি বলে মনে করেন টুর্ক।
হিউম্যান রাইটস ওয়াচ: হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি শুক্রবার এ-সংক্রান্ত এক বিবৃতি দেন। গতকাল শনিবার বার্তাসংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বাংলাদেশে হামলা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়া এবং আগামী ফেব্রুয়ারিতে ‘স্বাধীন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক’ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশে যেসব ‘মব অ্যাটাক’ বা ভিড়ের হামলা ঘটছে, তা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর গুরুতর আঘাত। তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক পক্ষের সহিংসতায় উসকানি বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি পরিবেশ তৈরি করছে, যেখানে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক কর্মী, এমনকি শিল্পী ও গায়ক-গায়িকাদেরও ইচ্ছাকৃতভাবে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। নিউইয়র্কভিত্তিক এই মানবাধিকার সংস্থার মতে, এসব হামলার প্রেক্ষাপটে সম্প্রতি এক নির্বাচনী প্রার্থী শরীফ ওসমান হাদী হত্যাকা-ের শিকার হন। তিনি ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময় আলোচনায় আসেন, যে আন্দোলনের মাধ্যমে তৎকালীন কর্তৃত্ববাদী সরকার উৎখাত হয়।
এইচআরডব্লিউ জানায়, দীর্ঘদিনের স্বৈরশাসনের পর বাংলাদেশ এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার জন্য এক কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা দিলেও রাজনৈতিক সহিংসতা ও আইনের শাসন নিশ্চিত করতে ব্যর্থতা নাগরিক পরিসরকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে এবং নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়াচ্ছে। মীনাক্ষী গাঙ্গুলি বলেন, যুব নেতা ওসমান হাদীর হত্যাকা- ছিল একটি ভয়াবহ ঘটনা।
কমনওয়েলথের শোক প্রকাশ: জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদীর মৃত্যুতে শোক জানিয়েছে কমনওয়েলথ। গতকাল শনিবার সংস্থার মহাসচিব শির্লে বোচওয়ে এক বিবৃতি শোক প্রকাশ করেন। এছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
পাকিস্তান হাইকমিশনের শোক: জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাস। গত শুক্রবার ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে পাকিস্তান দূতাবাস জানায়, শরিফ ওসমান হাদীর মৃত্যুতে পাকিস্তান হাইকমিশন গভীর শোক প্রকাশ করছে। এই শোকাবহ মুহূর্তে আমরা তার পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাক্সক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। বিবৃতিতে আরও বলা হয়, মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করুন এবং তার প্রিয়জনদেরকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।
হাদী হত্যাকা-ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদী হত্যাকা-ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একই সঙ্গে এ হত্যাকা-ের দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। গত শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, সহিংসতা ও হত্যাকা-ের জন্য দায়ীদের মৃত্যুদ- ছাড়াই ন্যায্য বিচারের আওতায় আনতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।