চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জাতীয় জ্বালানি তেল সরবরাহ পাইপলাইন ফুটো করে দীর্ঘদিন ধরে তেল চুরির একটি গুরুতর ঘটনা উদ্ঘাটিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মীরসরাইয়ের হাদি ফকির হাট এলাকায় পাইপলাইন থেকে তেল ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে খবর পেয়ে মীরসরাই থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও বিপিসির কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পাইপলাইন ও সংশ্লিষ্ট এলাকা সিলগালা করেন।