রাজশাহীর হরিয়ান এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী সাজ্জাদ হোসেন রাবির রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। ঘটনার সময় তিনি আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনে করে রাজশাহী থেকে ঝিনাইদহের শৈলকুপা যাচ্ছিলেন। সাজ্জাদের সঙ্গে থাকা আরেক শিক্ষার্থী সোহানুর রহমান সোহান জানান, ট্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটে রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর হরিয়ান এলাকায় পৌঁছালে ট্রেন লক্ষ্য করে বাইরে থেকে একাধিক পাথর ছোড়া হয়। জানালা খোলা থাকায় একটি পাথর সরাসরি সাজ্জাদের মাথায় আঘাত করে। এতে তার মাথা কেটে যায় ও রক্তপাত শুরু হয়। তাৎক্ষণিকভাবে সহযাত্রীদের সহায়তায় রক্তপাত কিছুটা নিয়ন্ত্রণে আনা হলেও পরে মাথায় কয়েকটি সেলাই দিতে হয়।