সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১৪০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯০০ জন এবং অন্য বিভিন্ন ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫০৫ জন। গতকাল রোববার দুপুরে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯০০ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য বিভিন্ন ঘটনায় গ্রেফতার হন ৫০৫ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৪০৫ জনকে। অভিযানিক কার্যক্রমে একটি বিদেশী পিস্তল, একটি পেন গান, ছয়টি এলজি, একটি রাইফেল, একটি একনলা বন্দুক, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলী উদ্ধার করা হয়। বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের এ কর্মকর্তা।