ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। সোমবার রাতে সংবাদমাধ্যমটির হেড অব অপারেশনস মিজানুর রহমান তেজগাঁও থানায় মামলা করেন বলে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানিয়েছেন। মামলাটিতে অজ্ঞাত ৩৫০ থেকে ৪০০ জনকে আসামী করা হয়েছে। অগ্নিসংযোগে পত্রিকাটির ৪০ কোটি টাকার ক্ষতির কথা বলা হয়েছে মামলার অভিযোগে।

মাথায় গুলীবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় রোববার রাতে তেজগাঁও থানায় প্রথম আলোর পক্ষ থেকেও মামলা হয়েছে। সেখানে অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামী করা হয়েছে। প্রথম আলোর করা মামলায় ইতোমধ্যে ১৫ জনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় আরও ১১ জন গ্রেফতার : প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে গোয়েন্দা পুলিশ নয়জনকে ও তেজগাঁও থানা পুলিশ দুইজনকে গ্রেফতার করে বলে ডিএমপি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এ নিয়ে সংবাদমাধ্যম দুটির ওপর আক্রমণের ঘটনায় মোট ২৮ জনকে গ্রেফতার করল পুলিশ।

সবশেষ গ্রেফতার ১১ জন হলেন- আব্দুর রহমান (৩০), জান্নাতুল নাঈম (২১), মো. ফয়সাল (২৪), ক্বারী মুয়াজ বিন আব্দুল রহমান (৩৩), জুবায়ের হোসাইন (২১), আলমাস আলী (২৯), জুলফিকার আলী সৌরভ, নিয়াজ মাহমুদ (২৮), মোহাম্মদ মাইনুল ইসলাম (২২), মো. হাসেম (২৬) ও আরাফাত ইয়াসিন (২৯)।

এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে দুই ঘটনায় ১৭ জনকে গ্রেফতারের কথা তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম।