সৌদি আরবে হজের আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্ত হওয়ার পর দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় আবারও ওমরা কার্যক্রম চালু করেছে। এখন থেকে মুসল্লিরা ‘নুসুক’ অ্যাপ ব্যবহার করে ওমরা পারমিট বুক করতে পারবেন। একইসঙ্গে হজ উপলক্ষে আরোপিত সবধরনের নিরাপত্তা ও প্রবেশ সংক্রান্ত নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে মক্কা-মদিনা কেন্দ্রিক বিশ্বস্ত তথ্যসূত্র ইনসাইড দ্য হারামাইন। তারা তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টে লিখেছে- “ Umrah resumption in effect, People can book Permits via Nusuk App. All Hajj related entry restrictions now lifted. ”

নুসুক অ্যাপে ওমরা পারমিট: সৌদি সরকারের অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক অ্যাপ’ (Nusuk App) এর মাধ্যমে মুসল্লিরা এখন ওমরার নির্ধারিত সময় অনুযায়ী পারমিট বুক করতে পারবেন। মসজিদুল হারাম ও রওজা মোবারকে জিয়ারতের জন্য সময় নির্ধারণ করতে পারবেন এবং স্থানীয় ও আন্তর্জাতিকÑউভয় মুসল্লির জন্য উন্মুক্ত সুবিধা পাবেন।

হজসংক্রান্ত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার: হজ মৌসুমে সৌদি সরকার সাধারণত নির্দিষ্ট সময় পর্যন্ত মক্কা ও মদিনায় প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করে থাকে। ২০২৫ সালের হজ শেষ হওয়ার পর এই সমস্ত সীমাবদ্ধতা এখন পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। ফলে যে কেউ এখন পারমিট নিয়ে ইচ্ছেমতো মক্কা-মদিনায় প্রবেশ করে ইবাদত করতে পারবেন।