বাড়িভাড়া নির্ধারণে স্পষ্ট নীতিমালা তৈরিতে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন। তিনি জানান, ১৯৯১ সালে প্রণীত বাড়ি ভাড়াসংক্রান্ত আইন দ্রুত কার্যকর ও বাস্তবায়নে নির্দেশনা চেয়েই রিটটি করা হয়েছে।

তিনি জানান, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ অনুযায়ী, প্রতি এলাকার শহর পরিচালনা কর্তৃপক্ষ সময়ে সময়ে বাড়িভাড়া নির্ধারণ করে দেওয়ার নিয়ম রয়েছে।

এক্ষেত্রে বাড়ির মান, আয়তন, সংযোগ সড়ক ও অন্যান্য সুবিধা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্বের বিভিন্ন শহরে এই নিয়ম রয়েছে বলেও জানান তিনি।