বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মহানগরী ইউনিট সদস্য ও ধানম-ি থানার সাবেক মহিলা বিভাগীয় সেক্রেটারি আফরোজা বেগমের ইন্তিকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
গতকাল সোমবার এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমার নেক আমল সমূহের পাশাপাশি তার দ্বীনের যাবতীয় খেদমত কবুল করে তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।
উল্লেখ্য, আফরোজা বেগম (৬০) গত রোববার দিবাগত রাতে তার ধানমন্ডির বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তাকে চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথেই তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ মেয়ে, ১ ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আমৃত্যু তিনি ইসলামী আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন।
মরহুমা আফরোজা বেগমের প্রথম জানাজা রাতেই তার ধানমন্ডিস্থ বাসভবনের সামনে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহীন আহমদ খান, ধানমন্ডি থানা আমীর হাফেজ রাশেদুল ইসলাম, ধানমন্ডি জোনের টিম সদস্য এডভোকেট জসিম উদ্দিন তালুকদার, মোহাম্মদ আলী, মুজাহিদুল ইসলাম শাহীন, নিউমার্কেট থানা সেক্রেটারি গোলাম সারোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সোমবার (৩০ জুন) সকালে মরহুমার লাশ মেহেরপুরের গাংনী উপজেলার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।