প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। গতকাল রোববার বিকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ছবিতে দেখা যায় প্রধান উপদেষ্টা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে গ্রাফিতি উপহার দেন।

প্রধান উপদেষ্টার প্রেসউইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও উন্নত করার প্রত্যাশা নিয়ে আগের দিন শনিবার দুপুরে দুদিনের সফরে ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সর্বশেষ ২০১২ সালের নবেম্বরে ঢাকা সফর করেছিলেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার।