নির্মম হত্যার শিকার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বিপ্লবী শরীফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে গতকাল শনিবার দেশব্যাপি দোয়া, গায়েবানা জানাযা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতা অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বক্তারা বলেন, শহীদের রক্ত কখনও বৃথা যেতে পারে না। তাদের আদর্শ ধারণ করে একটি একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে হবে।

চট্টগ্রাম ব্যুরো: নির্মম হত্যার শিকার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাযাকে ঘিরে লালদিঘী ময়দান শনিবার বিকেলে জনসমুদ্রে পরিণত হয়। জানাযা শেষে বিক্ষুব্ধ জনতা ‘আমরা সবাই হাদী হব’ স্লোগানে বিক্ষোভ মিছিল বের করে।

গতকাল শনিবার বিকেলে ‘চট্টগ্রামের সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে অনুষ্ঠিত এ জানাযায় ইমামতি ও মুনাজাত পরিচালনা করেন কল্পলোক আবাসিক জামে মসজিদের খতিব ইমরানুল হক সায়েম। রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থী, সাধারণ মুসল্লিসহ বিপুল সংখ্যক মানুষ জানাযায় অংশ নেন।

জানাযার পূর্বে সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জুবায়েরুল ইসলাম মানিক, ইবনে ওমর যায়েদ এবং জুলাই ঐক্য চট্টগ্রামের আহ্বায়ক ইবনে হাসান জিয়াদ।

ইবনে ওমর যায়েদ বলেন, “হাদী ছিলেন সাম্রাজ্যবাদ ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। তার লড়াই ছিল ইনসাফের পক্ষে, ইনকিলাবের পক্ষে। ফ্যাসিবাদী সরকার বিদায় নিয়েছে এবার কোনো বৈশ্বিক শক্তি বাংলাদেশকে টার্গেট করতে চাইলে জাতি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। কেউ উসকানিতে পা দেবে না।”

ইবনে হাসান জিয়াদ জানান,

“শহীদ হাদীর দাবি ও আদর্শ সামনে রেখে আমরা সরকারে কাছে তার সকল দাবির বাস্তবায়ন চাইবো।”

সমাবেশ শেষে মিছিল নিউমার্কেট মোড় পর্যন্ত অগ্রসর হয়।

এর আগে দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অ্যান্টি ফ্যাসিস্ট স্কোয়াডের উদ্যোগে অপর এক গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। সেখান থেকে হাদীর ঘাতকদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেওয়া হয়। জানাযায় ইমামতি করেন জুলাই শহীদ মাহবুবুল হকের ছোট ভাই মঞ্জু মাহিম। অংশগ্রহণকারীদের অনেকে কান্নায় ভেঙে পড়েন।

জানাযা শেষে সংগঠনের মুখপাত্র রিদুয়ান হৃদয় বলেন, “হাদীর নিরাপত্তা নিশ্চিত করা হলে আজ তাকে হারাতে হতো না। ২৪ ঘণ্টার মধ্যে যদি গ্রেফতার ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি না দেখানো হয়, আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

এসময় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সংগঠনের আরেক নেতা রাকিবুল হাসান নওশাদ। উপস্থিত ছিলেন সংগঠক রিয়াজুল আনোয়ার সিন্টু, আযাদ দোভাষ, সরওয়ার কামাল, টিপু সুলতান, এমদাদুল হক, নাঈমুর রহমান, তানজিদ, সৈয়দ, এহসানুল হক, নিজামুদ্দিন ও সাকিব।

চট্টগ্রাম মহানগরী জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, শহীদ শরিফ উসমান হাদী রহিমাহুল্লাহ্ ছিলেন চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের সুরক্ষা, গণতান্ত্রিক উত্তরণ এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করে সকলের নাগরিক অধিকারের নিশ্চিয়তা বিধানের আন্দোলনে তিনি ছিলেন অগ্রসেনানী। ন্যায়ের আদেশ ও অন্যায় প্রতিরোধে (আমর বিল মা’রুফ ওয়ানেহি আনিল মুনকার) তিনি ছিলেন অকুতোভয় বলিষ্ঠ কণ্ঠস্বর। আল্লাহ্ তাঁর শাহাদাতকে উত্তমভাবে কবুল করুন। শোকাহত মা, বিধবা স্ত্রী, সাত মাসের একমাত্র ছেলে, ভাই-বোনসহ আত্মীয় পরিজনকে ধৈর্য ধরার শক্তি দিন, নিরাপত্তা দিন, উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন। আমিন।

শনিবার দেওয়ানবাজারস্থ চট্টগ্রাম মহানগরী জামায়াতে কার্যালয়ে জাতীয় শোক দিবস ও দোয়া মাহফিলে সভাপতি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গতকাল সকাল ৬:৪৫ মিনিটে জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর জামায়াতের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) কর্মসূচি পালন করেন।

দোয়া মাহফিল শহীদ শরিফ ওসমান হাদীর জন্য দোয়া করা হয়, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমান, মহানগরী কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, চকবাজার থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শহিদুল্লাহ, কোতোয়ালি থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের প্রমুখ।

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুর মহানগরীর মেট্রো সদর থানা জামায়াতের উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদীর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বাদ মাগরিব মহানগরীর মেট্রো সদর থানা এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে শহীদের আত্মত্যাগ, আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেট্রো সদর থানা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মোঃ ছাদেকুজ্জামান খান এবং সঞ্চালনা করেন থানা জামায়াতের সেক্রেটারি মোঃ রবিউল হক।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক জামাল উদ্দীন। তিনি তার বক্তব্যে বলেন, শহীদ শরীফ উসমান হাদী ছিলেন অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আপসহীন এক সাহসী কণ্ঠস্বর। তার শাহাদাত আমাদের ন্যায়, সত্য ও মানবিক সমাজ প্রতিষ্ঠার পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়। তিনি বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে পারে না, তাদের আদর্শ ধারণ করেই একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে হবে।

বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসাইন। তিনি বলেন, শহীদ শরীফ উসমান হাদীর আত্মত্যাগ প্রজন্মের পর প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জোগাবে এবং সত্যের পথে অবিচল থাকার শিক্ষা দেবে।

এছাড়াও বক্তব্য রাখেন মেট্রো সদর থানা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবু তাহের, থানা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম নজীব, ২৬ নং ওয়ার্ড জামায়াতের আমির মোঃ খালিদ হোসেন, ২৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ সুমন শরীফ, ২৬ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোঃ ফয়সাল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গায়েবানা জানাযা

রাজশাহী ব্যুরো : রাজশাহীতে জুলাইয়ের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটার দিকে রাজশাহী কলেজ মাঠে এই জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযায় ইমামতি করেন রাজশাহী মহানগরীর ওলামা বিভাগের সভাপতি মাওলানা রুহুল আমীন। গায়েবানা এই জানাযায় কয়েক হাজার মানুষ অংশ নেন। জানাযার পূর্বে উপ¯ি’ত জনতার সামনে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান নাজির। তিনি বলেন, জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা ভারতীয় আধিপত্য বিরেধী বজ্রকন্ঠ শহীদ শরিফ ওসমান হাদীকে গুলী করে হত্যা করে এই যুদ্ধ থামানো যাবে না। লাখো হাদী তৈরি হবে এ দেশ থেকে আধিপত্যবাদের মূলৎপাটনের জন্য।

নোয়াখালী জামায়াত

নোয়াখালী সংবাদাতা : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর শাহাদাত উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী শহর শাখার উদ্যোগে দোয়া অনুষ্ঠানের মাহফিলের আয়োজন করা হয়েছে।

গতকাল শনিবার স্থানীয় একাডেমি অডিটোরিয়ামে বিকালে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ-উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, শহর আমির মাওলানা মো ইউসুফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালী শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মায়াজ, এ্যাসিসট্যান্ট সেক্রেটারি এডভোকেট রাকীব আবদুল্লাহ, মাওলানা আইয়্যুব,ও ডা সাইফুল্লাহ সাইফ, প্রমুখ নেতৃবৃন্দ। সবশেষে ওসমান হাদীর জন্য দোয়াও দেশ জাতির কল্যাণ কামনাকরে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি ডা বোরহান উদ্দিন।

রংপুর মহানগরী জামায়াতের দোয়া

রংপুর অফিস : সন্ত্রাসীদের গুলীতে নিহত ইনকিলাব মঞ্চের মূখপাত্র শহীদ ওসমান হাদী’র স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরী শাখার উদ্যোগে গতকাল শনিবার মহানগর কার্যালয়ে স্বরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, রংপুর-৪ কাউনিয়া-পীরগাছা নির্বাচনী এলাকার জামায়াত মনোনিত এমপি প্রার্থী এবং রংপুর মহানগরী শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও রংপুর-৩ সদর নির্বাচনী আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

জামায়াতে ইসলামর রংপুর মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, মহানগর সহকারী সেক্রেটারী আল আমীন হাসান, মহানগর ওলামা বিভাগের সভাপতি মাওলানা শাহজাহান সিরাজ, শ্রমিক কল্যান ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি এডভোকেট কাওছার আলী, কোতয়ালী থানা আমীর মাওলানা গোলাম কিবরিয়া এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহীদ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে কুমিল্লায় ইনকিলাব মঞ্চের গায়েবানা জানাযা ও বিক্ষোভ

কুমিল্লায় ইনকিলাব মঞ্চের গায়েবানা জানাযা

কুমিল্লা অফিস : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদীকে হত্যার প্রতিবাদ এবং হত্যাকা-ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লায় গায়েবানা জানাযা ও বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ, কুমিল্লা।

শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টায় কুমিল্লা টাউন হল মাঠে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে নিহতের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্তরে গিয়ে শেষ হয়।

ইনকিলাব মঞ্চ কুমিল্লার আহ্বায়ক গোলাম মুহা. সামদানী সভাপতিত্ব বক্তব্য রাখেন, কুমিল্লা-৬ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।

এসময় উপস্থিত ছিলেন, এবি পার্টির মনোনীত প্রার্থী মিয়া মোহাম্মদ তৌফিক,বীর মুক্তিযোদ্ধা মাহাবুব চৌধুরী, হেফাজতে ইসলাম বাংলাদেশের সদস্য সচিব মুফতি আব্দুল জিলানী, জামায়াত নেতা ও কাউন্সিলর মোশারফ হোসেন, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, রবিউল হোসেন, ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবির সভাপতি মনির হোসেন, আব্দুল হান্নান, আল কুরআন একাডেমীর শাহাদাত হোসাইন, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মুফতি আব্দুল্লাহ ফিরোজ, গণঅধিকার পরিষদের সদস্য সচিব গিয়াসউদ্দিন, এনসিপির সংগঠক আবু রায়হান ও কাজী মো. জায়েদ সহআরো অনেকে।

খুলনা ব্যুরো : শরিফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে খুলনায় ছাত্রশিবির আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেছেন, “ভারতীয় আধিপত্যবাদ এবং কালচালার ফ্যাসিজমের বিরোধিতার কারণে শরিফ ওসমান হাদীকে হত্যা করা হয়েছে। তাই, বাংলাদেশের সচেতন ছাত্র-জনতা জীবন দিয়ে হলেও ভারতের আগ্রাসন রুখে দেবে। ভারতীয় আগ্রাসনমুক্ত বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে ওসমান হাদীর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র, বিপ্লবী জুলাইযোদ্ধা শরীফ ওসমান হাদীর মৃত্যুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখা।

শুক্রবার বিকেল ৪টায় নগরীর বায়তুন নূর মসজিদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে এ কর্মসূচি শেষ হয়। মিছিলের পূর্বে বায়তুন নূর জামে মসজিদের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি রাকিব হাসানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী।

পাবনা সংবাদদাতা : শহীদ ওসমান শরীফ হাদীর রূহের মাগফিরাত কামনায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গায়েবানা জানাযা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে দারুল আমান ট্রাস্ট প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাযায় জেলা জামায়াতের নায়েবে আমীর ও পাবনা-৫ আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, পৌর জামাতের আমির উপাধ্যক্ষ আব্দুল লতিফ,সদর, উপজেলা আমির মাওলানা আব্দুর রব , সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল সহ আলেম-ওলামা, সামাজিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশগ্রহণ করেন। জানাযা শেষে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।