চার বছর দায়িত্ব পালন শেষে ঢাকা থেকে বিদায় নিয়েছেন জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার। সস্ত্রীক ঢাকার বারিধারা এলাকায় রিকশা চালিয়ে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন অখিম।

গতকাল সোমবার নিজের এক্স হ্যান্ডেলে বিদায়ী বার্তায় অখিম লিখেছেন, বাংলাদেশে আমাদের শেষ দিন। চমৎকার কয়েকটি বছর কাটানোর পর আমরা প্যাডেলিং (রিকশা) করে বাড়ির উদ্দেশে রওনা হয়েছি। বাংলাদেশ সবসময় আমাদের হৃদয়ে থাকবে। এক্স হ্যান্ডেলে ৩২ সেকেন্ডর একটি ভিডিও বার্তায় দেখা যায়, রাষ্ট্রদূত অখিম ট্রস্টার লুঙ্গি পরে মাথায় গামছা বেঁধে সস্ত্রীক রিকশা চালিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।