মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য শ্রমজীবী মানুষসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ.ন.ম শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান দেশে ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। নেতৃদ্বয় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের ভূমিকা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। নেতৃদ্বয় বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশের শ্রমিক-জনতা স্বাধীনতার সূর্য রচনা করেছে। স্বাধীনতা বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন। এই অর্জনকে আরও সমৃদ্ধ করার জন্য এদেশের শ্রমজীবী মানুষরা দিনরাত অবিশ্রান্ত পরিশ্রম করে যাচ্ছে। আজ তাদের পরিশ্রমের বদৌলতে বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও স্মৃতি আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে এই দিবস যথাযথ মর্যাদায় পালনের বিকল্প নেই। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নি¤েœাক্ত কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ফেডারেশনের প্রত্যেক জেলা/মহানগরী, উপজেলা/ থানা, জাতীয় ইউনিয়ন, ক্রাফ্ট ফেডারেশন এবং ট্রেড ইউনিয়নের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও শ্রমিক সমাবেশের আয়োজন করা। অসচ্ছল শ্রমিক পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা। সুবিধা বঞ্চিত শ্রমিক পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। অনাথ ও পথশিশুদের মাঝে ইফতারি বিতরণ। দেশের স্বাধীনতার জন্য যারা নিঃস্বার্থ সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন ও ত্যাগ স্বীকার করেছেন তাদের জন্য এবং প্রিয় জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হিফাজতের জন্য পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া করা। প্রেস বিজ্ঞপ্তি।