পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সাথে আজ বৃহস্পতিবার মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। সকাল ১০টায় প্রধান উপদেষ্টার তেজগাঁওস্থ কার্যালয়ের শাপলা হলে এই সভা অনুষ্ঠিত হবে। জেলায় জেলায় পদায়নকৃত নতুন পুলিশ সুপার (এসপি) সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এই মতবিনিময় সভায় হাজির থাকবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনুষ্ঠিতব্য আজকের সভায় প্রধান উপদেষ্টার তরফ থেকে বড় ধরনের দিক নির্দেশনা আসতে পারে। এছাড়া, দেশের আইনশৃংখলা নিয়েও নানা দিক নির্দেশনার বিষয়টিও সভার আলোচনায় থাকতে পারে। পুলিশ সুপার ও থানার ওসিদের লটারীর মাধ্যমে নির্বাচিত করে রদবদলের পরই প্রধান উপদেষ্টার সাথে আজকের সভা হচ্ছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে, প্রধান উপদেষ্টার সাথে মতবিনিময় শেষে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে হবে আলাদাভাবে নির্বাচন বিষয়ক সভা। পুলিশের আইজি বাহারুল আলম এই সভায় নির্বাচন উপলক্ষে করনীয়গুলো নিয়ে দিক নির্দেশনা দেবেন।
মুঠোফোনে জানতে চাইলে পুলিশের এডিশনাল আইজি (ক্রাইম এন্ড অপস) খন্দকার রফিকুল ইসলাম গতকাল বুধবার সন্ধ্যায় দৈনিক সংগ্রামকে বলেন, প্রধান উপদেষ্টার সাথে আজকের মতবিনিময় সভা হবে। এই সভায় প্রধান উপদেষ্টা পুলিশকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপুর্ণ দিকনির্দেশনা দেবেন। এছাড়াও, দেশের আইনশৃংখলা নিয়েও প্রধান উপদেষ্টা পুলিশকে অনুশাসন, পরামর্শ প্রদান করতে পারেন।
পুলিশ সদর দফতরের একাধিক সূত্র জানায়, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নতুন করে জেলায় পদায়নকৃত এসপিদের আনুষ্ঠানিকভাবে পরিচয় পর্ব হবে এই সভার মাধ্যমে। এ সময় প্রধান উপদেষ্টা এসপিসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্বাচন বিষয়ক বড় ধরনের কিছু দিক নির্দেশনা দেবেন। নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত শীর্ষ পুলিশ কর্মকর্তারাই মূলত আজকের সভায় হাজির থাকবেন বলে সূত্র উল্লেখ করে।
সূত্রমতে, এর আগে প্রধান উপদেষ্টা জেলা প্রশাসকদের সাথে বৈঠক করে নির্বাচন নিয়ে দিক নির্দেশনা দেন। তার ধারাবাহিকতায় এবার শীর্ষ পুলিশ কর্মকর্তাদের দিক নির্দেশনা দেবেন। সভায় প্রধান উপদেষ্টা বাংলাদেশ পুলিশের সাম্প্রতিক সাফল্যের দিকগুলো তুলে ধরবেন তার বক্তব্যে। পুলিশ প্রধানও দেশের আইনশৃঙ্খলা নিয়ে নানা তথ্য উপাত্ত এই সভাকে জানাবেন।
সূত্র জানায়, প্রধান উপদেষ্টার সাথে মতবিনিময় শেষে দুপুরের দিকে রাজারবাগ পুলিশ লাইন্সে নির্বাচন বিষয়ক সভা করবেন আইজিপি বাহারুল আলম। এতে, পুলিশ সুপারগনসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা হাজির থাকবেন। এ সভায় পুলিশ প্রধান আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের চ্যালেঞ্জগুলো তুলে ধরে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করবেন বলে জানা গেছে।
মুঠোফোনে জানতে চাইলে পুলিশ সদর দফতরের সহকারী মহা পুলিশ পরিদর্শক (এআইজি-মিডিয়া) সাহাদাত হোসেন গতকাল বুধবার রাতে দৈনিক সংগ্রামকে বলেন, প্রধান উপদেষ্টার সাথে মতবিনিময় শেষে আইজিপি নির্বাচন বিষয়ক একটি সভা করবেন পুলিশের শীর্ষ কর্মকর্তা যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট তাদের নিয়ে। এ সভায় আইজিপি নির্বাচন ছাড়াও আইনশৃঙ্খলা ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানসহ নানা বিষয়ে মাঠ পর্যায়ের পুলিশকে নির্দেশনা দেবেন। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে মেট্রোপলিটন পুলিশ কমিশনারগনও হাজির থাকবেন। রাজারবাগের বৈঠকেও তাঁরা থাকবেন।
গত সপ্তাহের সোমবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারি করে ৬৪ জেলার পুলিশ সুপার নির্বাচিত করা হয়। দু‘দিন পরে বুধবার প্রজ্ঞাপন জারি করে তাঁদের পদায়ন করা হয়। এ ছাড়া ওইদিনই পৃথক তিনটি প্রজ্ঞাপনে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনারের পদে রদবদল ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়। এরপর দুই ধাপে সারা দেশে ১৩৬ জন পুলিশ পরিদর্শককে বদলি করে পুলিশ সদর দফতর। তবে, রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার ও উপকমিশনারদের বদলির বিষয়েও সিদ্ধান্ত আসছে। তাদের ক্ষেত্রে লটারি হবে কি না, তা এখনো চূড়ান্ত হয়নি। পুলিশ সুপারগন শনিবার থেকে তাঁদের নতুন কর্মস্থলে যোগদান শুরু করেন। পরবর্তী দু‘এক দিনের মধ্যেই এসপিদের যোগদানের পর্ব শেষ হয়। এরপর মেট্রোপলিটন এলাকা বাদে দেশের সকল থানায় পদায়নের জন্য ওসিদের নির্বাচিত করা হয় লটারীর মাধ্যমে। গত সোমবার কঠোর গোপনীয়তার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে থানার ওসিদের লটারীর মাধ্যমে নির্বাচিত করা হয়। দিনের শুরু থেকে রাত অবধি এই লটারীর কাজ চলে। এ কাজের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, সিনিয়র সচিব, পুলিশের আইজি, এডিশনাল আইজিপি (প্রশাসন) সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওইদিন রাতেই কয়েক দফায় বদলীর আদেশ জারী করে পুলিশ সদর দফতর। পরদিন মঙ্গলবার ওসিদের বদলীর আদেশ জারীর বিষয়টি জানার পর দেশজুড়ে থানায় থানায় নতুন ওসিদের যোগদান শুরু হয়।
পুলিশ সদর দফতরের একাধিক সুত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের মাঠ প্রশাসনে রদবদল শুরু হয়। পুলিশের চারটি স্তরে আসছে নতুন মুখ। রেঞ্জ ডিআইজি, মহানগর কমিশনার, পুলিশ সুপার (এসপি), অফিসার ইনচার্জ (ওসি) পরিবর্তন করা হচ্ছে। নির্বাচন সামনে রেখে এসপি পদায়নের জন্য এরই মধ্যে লটারি করা শেষে পদায়ন করা হয়েছে। দেশে প্রথমবারের মতো থানার ওসি পদায়নও হয়েছে লটারির মাধ্যমে। এর আগে ‘যোগ্য’ ওসি বাছাই কাজ শুরু করে পুলিশ সদর দফতর। এ জন্য ‘সৎ’, ‘নিরপেক্ষ’ পরিদর্শকের তালিকা ইউনিটপ্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়।