ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ জেলার হরিশংকরপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের বাসিন্দা এবং জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর এর মেজো ভাই ইমাম আজম ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। দীর্ঘ প্রায় ৮ মাস ধরে মাজার ব্যথা জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। গতকাল সোমবার বিকালে নিজ গ্রামের বাড়িতে তিনি ইন্তিকাল করেন।
ইমাম আজম ছিলেন তিন ভাইয়ের মধ্যে মেজো। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক। সোমবার এশার নামাজের পর নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
তাঁর ইন্তেকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখা গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় জেলা জামায়াতের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শোকবার্তায় বলা হয়, “আমরা মরহুম ইমাম আজম সাহেবের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আল্লাহ তায়ালা যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং তার পরিবার-পরিজনকে এই শোক সইবার শক্তি দান করেন।”