ফতুল্লা নারায়ণগঞ্জ সংবাদদাতা এস, কে, এ মান্নান : নারায়ণগঞ্জের আলোচিত হকার জুবায়ের হত্যা মমালায় ৪ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ৬ মে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামন ভূইয়া এ রায় ঘোষণা করেন। আসামী রাসল হোসেন পলাতক থাকলেও বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন-ইকবাল হোসেন (৩৩), মোঃ স্বপন (৪৫), সায়মন ওরফে ইউনিুস মিয়া (২২) এবং আনোয়ার হোসেন (২৩)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-রাসেল হোসেন (২৩) ও হাসান আল মামুন (১৮) এ মামলায় হকার লীগ নেতা আসাদুল ইসলাম আসাদ এবং মহসিন বেপারী আদালত থেকে খালাশ পেয়েছে। নারায়ণগঞ্জে কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ কাইয়ুম খান জানান দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দেন। ২০২১ সালের ১৪ অক্টোবর বিকালে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে বলাকা পেট্রোল পাম্পের সামনে ফুটপাতে দোকান বসানো নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত হয় হকার জুবায়ের।
নিহত জুবায়ের ফতুল্লার উত্তর মাসদাইরের এলাকার বাসিন্দা আমহাদ হোসেনের ছেলে। জানা যায় ঐদিন শহরের সাধু পৌলের গির্জার সামনে সাদেকের জুতার দোকানের কাজ করছিলেন জুবায়ের। ফুটপাতের দোকান বসানো নিয়ে হকার স্বপনের সাথে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে স্বপন জুবায়েরকে বলাকা পেট্রোল পাম্পের সামনে নিয়ে মারধর শুরু করে। অন্য আসামীরাও তাকে পিটিয়ে যখম করে পালিয়ে যায়। স্থানীয় হকারগণ জুবায়েরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হত্যাকাণ্ডের পর জুবায়েরের মা মুক্তা বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় ইকবালসহ আটজনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত পরিচয় আরো পাঁচ জনকে আসামী করা হয়।