রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত অনুযায়ী ব্যাংক হিসাবের তথ্য ও সংশোধিত গঠনতন্ত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গতকাল বুধবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত একটি চিঠি ইসির নির্বাচন সহায়তা শাখায় জমা দেওয়া হয়। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যান।
ইসি সূত্র জানায়, রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত অনুযায়ী দলের নামে রক্ষিত ব্যাংক হিসাব নম্বর, ব্যাংকের নাম, ওই হিসাবের সর্বশেষ ব্যালান্স ও তহবিলের উৎসের বিবরণ ইসিতে জমা দিতে হয়। সেই সঙ্গে দলটির কাছ থেকে সংশোধিত গঠনতন্ত্রও চাওয়া হয়েছিল-জামায়াত সেটিও জমা দিয়েছে।