ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) উপলক্ষে সদস্যদের পদচারণায় মুখর হয়ে ওঠে ডিআরইউ প্রাঙ্গণ। গতকাল শনিবার ডিআরইউ প্রাঙ্গণে সংগঠনের সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে বেলা ১১টার পর বার্ষিক সাধারণ সভা শুরু হয়।
এর আগে সংগঠনের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, ইলিয়াস হোসেন, রফিকুল ইসলাম আজাদ, মোরসালিন নোমানি, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ শুভেচ্ছা বক্তব্য রাখেন। ডিআরইউয়ের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক ও প্রবীণ সদস্যদের নিয়ে বার্ষিক সাধারণ সভা উদ্বোধন করা হয়।
এজিএমের শুরুতে গত এক বছরে মরহুম সদস্যদের জন্য শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। এ সময় তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তুলে ধরা হয় ২০২৫ সালের আর্থিক প্রতিবেদন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সদস্যদের উদ্দেশে ‘সাধারণ সম্পাদকের প্রতিবেদন’ উপস্থাপন করেন। পর্যায়ক্রমে গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব উপস্থাপন, উপস্থাপিত প্রতিবেদনের ওপর আলোচনা এবং সবশেষে সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও আর্থিক প্রতিবেদন অনুমোদনের মধ্যে দিয়ে শেষ হয় এজিএম।