গতকাল রোববার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, নারায়ণগঞ্জে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ২ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৬টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক ২টি ট্রাক তল্লাশি করে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ২ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত জাটকা নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা এবং গরিব দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।
গ্রাম-গঞ্জ-শহর
নারায়ণগঞ্জে প্রায় ১৪ লাখ টাকার ২ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড
গতকাল রোববার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, নারায়ণগঞ্জে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ২ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড।
Printed Edition