বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) বহু প্রতীক্ষিত ‘স্কুল অব ল’ পুনরায় চালু করেছে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের আইন বিষয়ের অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসীকে বাউবি আইন-১৯৯২ ও সংশোধনী-২০০৯ এর ৬(৩) ধারা অনুযায়ী নবগঠিত স্কুলটির ডীন হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ তারিখ পূর্বাহ্নে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
উল্লেখ্য, ২০০৫ সালের ১১ অক্টোবর তৎকালীন ভিসি অধ্যাপক ড. এম. এরশাদুল বারীর উদ্যোগে ‘স্কুল অব ল’ প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ২০০৯ সালের ৩ সেপ্টেম্বর বোর্ড অব গভর্নরসের সিদ্ধান্তে স্কুলটির কার্যক্রম স্থগিত হয়ে এলএলবি (অনার্স), এলএলএম প্রোগ্রামসহ জনবল, সম্পদ ও দায়িত্বসমূহ বিভিন্ন বিভাগে বণ্টন করা হয়। এতদিন দুইটি আইন প্রোগ্রামই সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের অধীনে পরিচালিত হয়ে আসছিল।
বর্তমান ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আইন শিক্ষার মানোন্নয়ন, যুগোপযোগী পাঠ্যক্রম ও শিক্ষার্থীদের ক্রমবর্ধমান চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে পুনরায় পৃথক School of Law চালুর উদ্যোগ নেন। বোর্ড অব গভর্নরসের অনুমোদনের মাধ্যমে পুনরায় স্কুলটি যাত্রা শুরু করায় বাউবিতে আইন শিক্ষা নতুন গতি পেল।
বিশ্ববিদ্যালয়জুড়ে এ সিদ্ধান্তে শিক্ষক–শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। আইনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাউবির এই অগ্রগতি উচ্চশিক্ষায় গুণগত পরিবর্তন আনবে বলেও আশা করা হচ্ছে।