ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের গোরস্থানের পুরোনো কবরের ওপর থেকে হাত পা বাঁধা অবস্থায় খাইরুন নাহার (৩৫) নামে এক গৃহবধূর লঅশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকালে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও চৌধুরীপাড়া গ্রামের পাশে একটি গোরস্থানের পুরনো কবরের ওপরে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। নিহত খাইরুন নাহার দুওসুও ইউনিয়নের জিয়াখোর গ্রামের মোহাম্মদ তাজমুলের স্ত্রী। তাজমুল কাজের সুত্রে গত কয়েকদিন ধরে তিনি কুমিল্লা জেলায় অবস্থান করছেন বলে জানা গেছে।নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো খাইরুন নাহার রোববার রাতে খাওয়া শেষে ঘুমাতে যান। পরদিন সকালে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন।
গ্রাম-গঞ্জ-শহর
কবরের ওপর থেকে হাত পা বাঁধা নারীর লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের গোরস্থানের পুরোনো কবরের ওপর থেকে হাত পা বাঁধা অবস্থায় খাইরুন নাহার (৩৫) নামে এক গৃহবধূর লঅশ উদ্ধার করা হয়েছে।