নরসিংদী সংবাদদাতা : ১৯৭৫ সনের এই দিনে সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন ধারা। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত শুক্রবার নরসিংদীতে জেলা বিএনপি বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে। এ উপলক্ষে নরসিংদীতে এক বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকনের নেতৃত্বে এ র‌্যালীটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শহরের কাউরিয়া পাড়া পৌর ঈদগাহ মাঠে এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে খায়রুল কবীর খোকন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে নাগরপুর সরকারি কলেজ মাঠ থেকে একটি র‌্যালি সদর বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। নাগরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠণ এ অনুষ্ঠানের আয়োজন করে। নাগরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল ৬ নাগরপুর-দেলদুয়ার আসনে বিএনপির মনোনীত প্রার্থী জননেতা রবিউল আওয়াল লাভলু।

এসময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সহ-সভাপতি মাসুদুর রহমার মোল্লা লিয়াকত, মো. নিয়মত আলী সুইট, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, সহ-সাধারন সম্পাদক মো. ফারুক আহম্মেদ খান, যুবদলের (ভার:) আহ্বায়ক মো. নাজমুল হক স্বাধীন, (ভার:) সদস্য সচিব মো. নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারন সম্পাদক মো. জাহিদ হাসান, ছাত্র দলের আহ্বায়ক মীর খালিদ মাহমুদ রাসেল, সদস্য সচিব শহিদুল ইসলাম মনিরসহ উপজেলা, ও ইউনিয়নর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা ঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত শুক্রবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলামের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি গোডাউন মোড়স্থ দলীয় কার্য্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বেগম খালেদা জিয়া, তারেক রহমান, শহীদুল ইসলামের ছবি সংবলিত বিভিন্ন প্লাকার্ড নিয়ে, আগামী সংসদ নির্বাচনে প্রাথমিক ভাবে মনোনয়ন বঞ্চিত শহীদুল ইসলামে পক্ষে শ্লোগানে শ্লোগানে উত্তাল করে তোলে বিএনপির নেতাকর্মীরা। রাজপথের শহীদুল, আমরা তোমায় ভুলি নাই। হামলা মামলার স্বীকার শহীদুল, তোমায় ছেড়ে যাবো না সহ ব্যাতিক্রমী নানা শ্লোগানে রাজপথ মুখর হয়ে উঠে। পরে বাসষ্টান্ডে সমাবেশে বিএনপির নেতকর্মীরা বলেন, আওয়ামীলীগের ১৬ বছরের শাসনামল সহ প্রায় ৪০ বছর বিএনপি তথা ধানের শীর্ষের একমাত্র কান্ডারী অধ্যাপক শহীদুল ইসলাম। ভেড়ামারা-মিরপুরে বিএনপির ৯০ ভাগ নেতাকর্মী এখনো তার অনুসারী। তাকে মনোনয়ন না দিয়ে তার প্রতি অবিচার করা হয়েছে। দল কে ক্ষতিগ্রস্থ করা হয়েছে। নেতাকর্মীদের দ্বিধা বিভক্তি করা হয়েছে। ঘোষিত মনোনয়ন বাতিল করে নেতাকর্মীরা অধ্যাপক শহীদুল ইসলাম কে মনোনয়ন দেওয়ার জোর দাবী জানান সমাবেশে। র‌্যালীতে অংশ নেন, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক জানবার হোসেন চেয়ারম্যান, পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু দাউদ, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, যুবদলের আহবায়ক শামীম রেজা শামীম, মোশাররফ হোসেন, অধ্যক্ষ আসলাম উদ্দীন সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

তাড়াশ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার বিকালে তাড়াশ ডিগ্রি কলেজ চত্বরে তাড়াশ পৌর বিএনপির সাবেক আহবায়ক তপন কুমার গোস্বামীর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতাকর্মীদের ঐক্যই হবে সবচেয়ে বড় শক্তি। বক্তারা আরও বলেন, সংগঠনকে শক্তিশালী করতে সকলকে মাঠে নামতে হবে এবং দলীয় চেতনা ও আদর্শ ধরে রাখতেই আমরা সকলে মিলে একসাথে কাজ করবো। উক্ত অনুষ্ঠানে

বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেন। সভা শেষ করার আগে দেশ ও জাতীয় কল্যাণ কামনায় দোয়া করা হয়।

এ অনুষ্ঠানে বক্তারা উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা সাইদুর রহমান,পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল প্রাং, পৌর বিএনপির যুবদল নেতা আমিনুল ইসলাম আমিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী,মৎস্যজীবি দলের আহবায়ক নায়েব আলী, সদস্য সচিব আব্দুর রহমান, জিয়া মঞ্চের আহবায়ক মির্জা আব্দুর রশিদ বকুল, মোঃ ইয়ার আলী, মোঃ ফজলুল হক প্রমুখ।

রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। ৭ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামন থেকে বিএনপি ও তার সহযোগী সংগঠন একটি বর্ণাঢ্য রর্‌্যালি বের করে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপির কার্যালয়ে এক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক এ্যাড, শফিকুল ইসলাম, সদস্য সচিব সাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদল আহবায়ক আব্দুল কুদ্দুস ও সদস্য সচিব নয়ন আলী, তাঁতী দলের আহবায়ক সাজু মিয়া, কৃষকদলের সদস্য সচিব আলমগীর, ওলামা দলের আহবায়ক মাওলানা নুরুজ্জামান ও উপজেলা ছাত্রদল আহবায়ক রুবেল পাটোয়ারী ও সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম প্রমূখ। বক্তরা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরেন ও আগামী জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

আদমদীঘি (বগুড়া) : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদারের নির্দেশে সে”ছাশ্রমের মাধ্যমে কাঁচা রাস্তা সংস্কার করা হয়েছে। গতকাল শুক্রবার (৭ নভেম্বর) সকালে আদমদীঘি উপজেলা সদর ইউনিয়নের জিনইর গ্রামীন এই রাস্তা সংস্কার করা হয়।

জানাযায়, আদমদীঘির জিনইর গ্রামে প্রবেশের মুখে কাঁচা রাস্তাটির অধিকাংশ স্থানে পাশের পুকুরে ধবসে পড়ে। এতে সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হ”িছল। বিষয়টি জানার পর আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদারের নির্দেশে ও বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসানের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ওই রাস্তারটির মাটি কেটে সংস্কার করা হয়েছে।